নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টেকিনিক্যাল ডাইরেক্টর হিসেবে ফের নতুন করে দুই বছরের জন্য নিয়োগ পেয়েছেন পল স্মলি। তবে এই নিয়োগ কার্যকর হবে জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে ও তার সহকারী স্টুয়ার্টের মতো মধ্য আগস্ট থেকে। বুধবার এক ভিডিও বার্তায় তথ্যটি নিশ্চিত করেন বাফুফের সহ-সভাপতি তাবিথ আউয়াল। তিনি বলেন,‘টেকনিক্যাল উপায় ও কৌশলগত অবস্থান বিবেচনায় বাফুফে একটি নতুন টেকনিক্যাল বিভাগ চালু করতে যাচ্ছে। আধুনিক এই কর্পোরেট কাঠামো-টি হবে এএফসি ও ফিফার সহায়তায়। বাফুফের টেকনিক্যাল বিভাগের মূল লক্ষ্য ফুটবলের সামগ্রিক উন্নয়নকে সারাদেশে ছড়িয়ে দেয়। নারী ফুটবলকে অগ্রাধিকার, এলিট ইয়ুথ ডেভেলপমেন্ট, কোচদের শিক্ষা ও তৃণমূল ফুটবলকে গুরুত্ব দেবে বাফুফে। এ কাজের জন্য বাফুফে সুনির্দিষ্ট টেকনিক্যাল কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করবে। টেকনিক্যাল বিভাগটি জাতীয় টেকনিক্যাল ডিরেক্টর দ্বারা পরিচালিত হবে।’ তিনি আরো বলেন, ‘পল থমাস স্মলি টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে পুনরায় কাজ শুরু করবেন সহসাই। ২০১৯ সালের অক্টোবরে বাফুফে থেকে যাওয়ার পর ব্রুনাই ফেডারেশনে বেশ সফলতার সঙ্গে কাজ করেন তিনি। পলের অধীনেই বাফুফের নতুন টেকনিক্যাল বিভাগে কাজ করবেন আমাদের বয়সভিত্তিক দলের স্থানীয় দুই কোচ মোস্তফা আনোয়ার পারভেজ ও মাহবুব আলম পাওলো।’
এদিকে কয়েকদিন আগে বাফুফের টেকনিক্যাল কমিটি সভা করে পলকে আবার দুই বছরের জন্য নিয়োগের সুপারিশ করেছিল। সেই সুপারিশের ভিত্তিতে বাফুফেকে পলকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়ে তার সঙ্গে দুই বছরের চুক্তি করেছে। কিন্তু টেকনিক্যাল কমিটির সুপারিশের পর বাফুফের নির্বাহী কমিটির সভা হয়নি। তাহলে পলের নিয়োগের অনুমোদন হলো কিভাবে? এমন প্রশ্নে বাফুফে সাধারণ সম্পাদক আবাু নাইম সোহাগের উত্তর,‘করোনাভাইরাসের কারণে সভা করা যাবে না বলে নির্বাহী কমিটির ২১ জনকে চিঠি দিয়ে পল স্মলি, জেমি ডে এবং স্টুয়ার্টের নিয়োগের বিষয়ে মতামত চাওয়া হয়েছিল। ২৭ জুন ছিল মতামত জানানোর শেষ দিন। নির্বাহী কমিটির বেশিরভাগ কর্মকর্তার মতামতের ভিত্তিতেই পল স্মলিকে ফের নিয়োগ দেয়া হয়েছে।’
নির্বাহী কমিটির ২১ জনের মধ্যে ১৫ জন বাফুফের টেকনিক্যাল কমিটির সুপারিশে লিখিত সম্মতি দিয়েছেন। চারজন বিরোধীতা করেছেন আর দু’জন কোনো মতামত দেননি। বাফুফে অবশ্য চিঠিতে উল্লেখ করে দিয়েছিল, ২৭ জুনের মধ্যে মতামত না পেলে ধরে নেবো টেকনিক্যাল কমিটির সুপারিশে আপনার সম্মতি আছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।