মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মহামারি মোকাবিলায় নিজের পরিকল্পনার কথা জানালেন বাইডেন। আরও বেশি কোভিড-১৯ পরীক্ষার পাশাপাশি অন্তত ১ লাখ কন্ট্রাক্ট ট্রেসারের প্রয়োজন রয়েছে মনে করেন এই রাজনীতিক। ‘অদ‚র ভবিষ্যতে’ সারা দেশে মাস্কের ব্যবহার ও সামাজিক দ‚রত্ব মেন চলার অভ্যাস স্বাভাবিক হওয়া উচিত বললেন বাইডেন। বিশেষজ্ঞদের মতো তারও আশঙ্কা সামনের ফ্লু মৌসুমে কোভিড-১৯ আরও খারাপ পরিস্থিতি ধারণ করবে। খবরে বলা হয়, করোনাভাইরাস মহামারির মধ্যে নেওয়া ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপকে ‘ঐতিহাসিক অব্যবস্থা’ বললেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন। প্রায় ৯০ দিনে প্রথমবার সংবাদ সম্মেলন করলেন বাইডেন। এই সুযোগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে কটাক্ষ করার সুযোগ হাতছাড়া করেননি সাবেক ভাইস প্রেসিডেন্ট। নিজ শহর উইলমিংটনে বক্তব্য রাখেন বাইডেন। তিনি দাবি করেন, আগেভাগে পদক্ষেপ নিলে ট্রাম্প সংক্রমণের সংখ্যা ও অর্থনৈতিক প্রভাব নিয়ণন্ত্রণে রাখতে পারতেন। বাইডেনের অভিযোগ সংক্রমণ বাড়তে থাকলেও ট্রাম্প ‘সম্প‚র্ণভাবে এই সংকট উপেক্ষা করেছেন।’ মহামারির এক পর্যায়ে ট্রাম্প নিজেকে ‘যুদ্ধকালীন প্রেসিডেন্ট’ ঘোষণা করেছিলেন। বাইডেন সেই কথা উল্লেখ করে খোঁচা দিয়ে বলেন, এই লড়াইয়ে এখন তিনি হাল ছেড়ে দিয়েছেন। বাইডেন বলেছেন, ‘জুলাই চলেই এসেছে এবং মনে হচ্ছে আমাদের যুদ্ধকালীন প্রেসিডেন্ট সাদা পতাকা উড়িয়েছেন, আর যুদ্ধক্ষেত্র ছেড়ে পালাচ্ছেন।’একটি হাইস্কুলের জিমনেসিয়ামে দেওয়া বক্তব্যে বাইডেন বলেন, ‘গত চার মাস ধরে আমেরিকানরা যে ত্যাগ স্বীকার করেছে এবং যে প্রচেষ্টা তারা করেছেন তা আপনি নষ্ট করেছেন আপনার মাঝরাতের বুলি আর টুইটে।’ এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর বাকি চার মাস। আর স¤প্রতি করা এক জরিপের ফলে দেখা যায়, ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের চেয়ে ব্যাপক ব্যবধানে পিছিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। স¤প্রতি ২০১৬ সালের নির্বাচনে বিজয়ের কথা স্মরণ করে আত্মবিশ্বাসের সঙ্গে ট্রাম্প বলেছেন, এবারের নির্বাচনেও ২০১৬ সালের ৩ নভেম্বরের পুনরাবৃত্তি ঘটবে। রয়টার্স, সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।