Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২০, ১২:০৫ এএম

 

সিভিতে মিথ্যা তথ্য
নিয়োগ পাওয়ার মাত্র পাঁচ দিন পরে নিজের একাডেমিক রেকর্ডে মিথ্যা তথ্য দেয়ার বিতর্কের মধ্যে পদত্যাগ করেছেন ব্রাজিলের শিক্ষামন্ত্রী। দক্ষিণপন্থী প্রেসিডেন্ট জায়ার বোলসোনারোর সরকারে প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে কার্লোস আলবার্তো ডোকোটেলিকে শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়। বিবিসি।


বিস্মিত ক্রিয়েটররা
সীমান্তে উত্তেজনাকে কেন্দ্র করে টিকটকসহ ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত। ভারত সরকারের এই চীনা অ্যাপ বর্জন নীতিতে এক রকম বিস্মিত দেশটির ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটররা। সীমান্তে উত্তেজনাকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় টিকটক, ইউসি ব্রাউজারের মতো ৫৯টি জনপ্রিয় চীনা অ্যাপ বন্ধ করার সিদ্ধান্ত নেয় ভারত সরকার। এনডিটিভি।


ভুটানে নিষিদ্ধ
ভুটানের ওষুধ প্রশাসন (ডিআরএ) ভারতীয় যোগগুরু বাবা রামদেবের কোম্পানি পতঞ্জলির তৈরি কথিত করোনার ওষুধ ‘করোনিল’ ভুটানে বিক্রি নিষিদ্ধ করেছে। ভুটানে ওষুধ আমদানি ও বিক্রি তত্ত¡াবধানকারী ডিআরএ গত সপ্তাহে জানায় যে তারা করোনিল অনুমোদন করেনি। সরকারি এই সংস্থা আরো জানায়, করোনাভাইরাসের চিকিৎসা হয় বলে দাবি করা কোন পণ্য বিক্রির অনুমতি ওষুধের দোকানগুলোকে দেয়া হবে না। দি প্রিন্ট।

 

গোশত বন্ধ
সেনাবাহিনীর সদস্যদের খাবারের মেন্যু থেকে গোশত বাদ দিল লেবানন সরকার। অর্থনৈতিক খারাপ অবস্থার মধ্যেই জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার থেকেই সেনাবাহিনীর খাবারের তালিকা থেকে গোশত বাদ দেওয়া হয়েছে। আর গত ছয় মাসে দেশটিতে খাদ্যের দাম বেড়েছে ৭০ শতাংশ। আরব নিউজ।

 

সুযোগ দিচ্ছে ওমান
ওমান বেসরকারি খাতে প্রবাসীদের অস্থায়ী কাজের সুযোগ দিচ্ছে। ওমান সরকারের বাস্তবায়ন সহায়তা ও ফলো-আপ ইউনিটের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে দেশটির নাগরিকসহ অন্য দেশের নাগরিকদের এধরনের অস্থায়ী কাজের সুযোগ দেয়া হবে। প্রাথমিকভাবে এধরনের কাজের সুযোগ পাবেন সাড়ে ৩ হাজার তরুণ তরুণী। ওমানি শ্রমবিশেষজ্ঞরা বলছেন বেশ কিছু সুবিধার জন্যে ওমান সরকার এধরনের কাজের সুযোগ দিতে যাচ্ছে। গালফ নিউজ, আল শাবিবা।

 

সই করলেন শি
হংকং নিরাপত্তা আইন পাস করল চীন। মঙ্গলবার তাতে সই করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ফলে এটি এখন আইনে পরিণত হলো। আইনটি পাস হওয়ায় চীন তার আধা স্বায়ত্তশাসিত অঞ্চলটির ওপর নতুন ক্ষমতা পেল। এই আইনকে হংকংয়ের বিশেষ স্বায়ত্তশাসন ও স্বাধীনতার জন্য হুমকি হিসেবে বর্ণনা করে আসছেন অঞ্চলটির কথিত গণতন্ত্রপন্থীরা। গত মাসে চীন ঘোষণা দেয়, তারা হংকংয়ে নতুন নিরাপত্তা আইন জারি করতে যাচ্ছে। চীনের এই ঘোষণায় প্রতিবাদে বিক্ষোভে নামেন হংকংয়ের এই গণতন্ত্রপন্থীরা। রয়টার্স।

 

ফ্রিজে লাশ
ভারতের কলকাতার আমর্হাস্ট স্ট্রিটের একটি বাসায় মৃত্যুর প্রায় ৪৪ ঘণ্টা ধরে পড়ে ছিল একজন করোনা আক্রান্তের লাশ। সোমবার দুপুর তিনটায় মৃত্যু হয় ওই ব্যক্তির। তারপর থেকে পরিবার একবার থানা, একবার স্বাস্থ্য ভবন, একবার কলকাতা পৌরসভা এইভাবে যোগাযোগ করার চেষ্টা করেন। এছাড়াও দেহ সংরক্ষণের জন্য একাধিক জায়গায় যোগাযোগও করেন। তবে লাভ হয়নি। দেহতে পচন শুরু হয়ে যায়। পরে মঙ্গলবার অনেক কষ্টে একটি ফ্রিজ জোগাড় করে সেখানে লাশ সংরক্ষণ করেন। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ