রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
অভ্যন্তরীণ ডেস্ক
সিলেট জেলার ওসমানীনগর থানার এওলাতৈল গ্রামের হতদরিদ্র আব্দুল মানিকের স্ত্রী রিজিয়া বেগম দীর্ঘদিন থেকে জটিল রোগে আক্রান্ত হয়ে ভীষণ যন্ত্রণায় ছটফট করছেন। তার একটি পা শরীর থেকে বড় হয়ে গিয়ে এমন আকার ধারণ করেছে যে, আক্রান্ত পায়ের ওজন প্রায় ৫০ কেজিতে দাঁড়িয়েছে। সিলেট ওসমানী হাসপাতালেও চিকিৎসা নিয়েও কোন কাজ হচ্ছে না। ডাক্তারগণ বলেছেন এ রোগের প্রতিরোধক কোন ওষুধ এখনও আবিষ্কৃত হয়নি। ঢাকাস্থ বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শক্রমে বিদেশে গিয়ে চিকিৎসা করানো সম্ভব হলে রিজিয়া হয়ত সুস্থ পেতে পারেন। আর এতে প্রায় ১৫ লাখ টাকা প্রয়োজন। দীর্ঘদিন চিকিৎসা করতে গিয়ে নিজ ভিটেমাটিহীন হয়ে অন্যের বাড়িতে বসবাস করছেন। কান্নাজড়িত কণ্ঠে রিজিয়া বলেন, তৃতীয় সন্তান জন্ম দেয়ার পর থেকে আমি এ রোগে আক্রান্ত হই, বর্তমানে চলাফেরা করতে পারছি না। রিজিয়ার স্বামী আব্দুল মানিক জানান, স্ত্রীর চিকিৎসা করাতে গিয়ে ভিটামাটি হারিয়েছি, স্ত্রীকে ওষুধও কিনে দিতে পারছি না। সন্তানদের নিয়ে অনেক কষ্টে বেঁচে আছি। স্ত্রীর চিকিৎসা ব্যয় বহন করার সামর্থ্য আমার নেই। তাই তিনি বাধ্য হয়ে দেশের প্রধানমন্ত্রীসহ সমাজের দানশীল, ধনবান ব্যক্তিবর্গের প্রতি স্ত্রীর চিকিৎসায় সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা-
ইসলাম উদ্দিন
হিসাব নং-৩৪৮
ইস্ট্যান্ডার ব্যাংক, গোয়ালাবাজার শাখা,
ওসমানীনগর, সিলেট।
মোবাইল : ০১৭৬৫৪২৩৯৪৮, ০১৭৯৬৪১৮২৫৬ বিকাশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।