Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা নিয়ন্ত্রণে ভুলপথে চলছে যুক্তরাষ্ট্র -ফাউসি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ জুলাই, ২০২০, ৪:৩৩ পিএম

মহামারি মোকাবিলায় যুক্তরাষ্ট্র ভুল পথে হাঁটছে। এ অবস্থা চলতে থাকলে প্রতিদিন এক লাখ লোক আক্রান্ত হলেও অবাক হওয়ার কিছু নেই। মঙ্গলবার মার্কিন সিনেটে স্বাস্থ্য, শিক্ষা, শ্রম ও পেনশন কমিটির এক শুনানিতে মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক বিশেষজ্ঞ অ্যান্তনি ফাউসি এই কথা বলেন।

ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকসাচ ডিজিজের (এনআইএআইডি) পরিচালক ফাউসি বলেন, ‘আমি উদ্বেগে রয়েছি। যা ঘটছে, এতে আমি সন্তুষ্ট নই। কারণ, আমরা ভুল পথে হাঁটছি। আমি সঠিক ভবিষ্যদ্বাণী করতে পারি না, তবে এটি খুব খারাপ হতে চলেছে।’ তিনি বলেন, ‘আমেরিকায় করোনাভাইরাস বিস্তারের নতুন কেন্দ্রস্থল হিসেবে টেক্সাস ও ফ্লোরিডায় ব্যাপক হারে সংক্রমণ শনাক্ত হচ্ছে। দেশজুড়ে প্রতিদিন এখন ৪০ হাজার রোগী শনাক্ত হচ্ছে। দ্রুত সংক্রমণ কমিয়ে আনা উচিত, যাতে দেশজুড়ে সংক্রমণ মারাত্মক আকার ধারণ না করে। আমাদের হাতে এখন আর পুরোপুরি নিয়ন্ত্রণ নেই। এখন যদি এটা ঘুরে না দাঁড়ায়, তবে দিনে এক লাখ সংক্রমণ ছাড়ালেও অবাক হব না।’

ফাউসি মার্কিন তরুণদের জন্য কড়া বার্তা দিয়ে বলেন, ‘তরুণেরা মাস্ক না পরেই এক হয়ে বিপজ্জনক আচরণ করছে। তারা সামাজিক দূরত্বের নিয়ম মানছে না। আমাদের এখন দায়িত্বের দিকে মনোযোগ দেওয়া উচিত। ব্যক্তি ও সামাজিক প্রচেষ্টা হিসেবে মহামারি মোকাবিলা করতে হবে।’

রিপাবলিকান সিনেটর লামার আলেক্সান্ডার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি অভিযোগ করে বলেছেন, ‘মাস্ক পরার বিষয়টি নিয়ে রাজনীতির ইতি টানার ক্ষমতা ট্রাম্পের আছে। বিষয়টি এমন দাঁড়িয়েছে যে ট্রাম্পের পক্ষে থাকলে মাস্ক পরার দরকার নেই। আর কেউ মাস্ক পরলে সে ট্রাম্পবিরোধ। ট্রাম্পের অনেক অনুসারী আছেন। তিনি মাস্ক পরলে তারা তাকে অনুসরণ করতে পারেন।’

ট্রাম্পের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে জো বাইডেনও ট্রাম্পকে নেতৃত্বের ঘাটতি ও মহামারি মোকাবিলায় ব্যর্থতার বিষয়গুলো তুলে ধরছেন।

এই ভয়াবহ বার্তা মহামারি নিয়ন্ত্রণ সক্ষমতা সম্পর্কে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। ইতিমধ্যে দেশটিতে ১ লাখ ২৬ হাজারের বেশি মানুষ মারা গেছেন। দেশটিতে সংক্রমিত মোট মানুষের সংখ্যা ২৬ লাখ পার হয়ে গেছে। ইউরোপ যে ১৫টি দেশের সঙ্গে আজ বুধবার থেকে সীমান্ত খুলছে, সে তালিকা থেকে যুক্তরাষ্ট্র বাদ পড়ছে। সামনে কীভাবে স্কুল আবার চালু করা হবে, তা নিয়েও দেশটিতে উদ্বেগ বেড়ে যাচ্ছে।

শুনানিতে যুক্তরাষ্ট্রে স্কুল খুলে দেয়ার যথাযথ প্রস্তুতি আছে কি না, সে বিষয় গুরুত্ব পায়। ফাউসি এ ক্ষেত্রে বলেছেন, তিনি ব্যক্তিগতভাবে মনে করেন, যে করেই হোক, শিক্ষার্থীদের স্কুলে ফেরাতে হবে। তিনি এ বছরের শেষ নাগাদ বা আগামী বছরের শুরুতে ভ্যাকসিন আসার বিষয়ে সতর্কতার সঙ্গে আশাবাদের কথাও বলেন। সূত্র: এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ