Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাকুসহ ৩ যুবক আটক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাবেক কাউন্সিলরসহ আটক ৩

প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা

পাবনার চাটমোহরে ইয়াবা ও গাঁজাসহ সাবেক কাউন্সিলর বুরীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ এবং তাদের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে এসআই আসিফ, এসআই অর্জুন সঙ্গীয় ফোর্সসহ পৌর সদরের মধ্যশালিখা মহল্লার একটি বাগানে অভিযান চালিয়ে মাদকসেবনরত অবস্থায় ওই মহল্লার মৃত কোবাদ হোসেনের মেয়ে চাটমোহর পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর মোছাঃ ইয়াসমিন আরা বুরী (৪০), পাবনা সদর উপজেলার মালিগাছার নতুন বাঙ্গাবাড়িয়া গ্রামের আঃ হামিদের ছেলে সজীব হোসেন (২৮) এবং চাটমোহরের আগসোয়াইল গ্রামের আফাজ উদ্দিনের স্বামী পরিত্যক্তা মেয়ে রিনা খাতুন (২৩)-কে আটক করে। এ সময় মাদকের আসর থেকে ২০ পিস ইয়াবা এবং ৫০ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেক আসামীকে ২ বছরের বিনাশ্রম বারাদ- ও ১ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৩ মাস করে কারাদ-াদেশ দেন। এছাড়া একই দিনে চাটমোহর মিশনগেট এলাকা হতে রাত ১১টার দিকে সন্দেহভাজন ঘোরাফেরার সময় ৩ যুবককে ধারালো চাকুসহ পুলিশ আটক করে। এরা হলো- পৌর সদরের দোলং মহল্লার মজিবুরের ছেলে জনি (২০), মথুরাপুর কলাপাড়ার মানিকের ছেলে মিজানুর (২২) এবং একই গ্রামের সুলতানের ছেলে কাওসার (২৩)। উল্লেখ্য, ইদানিং চাটমোহরের মিশনগেট, রেলবাজার, মথুরাপুর, নতুনবাজার, বাসস্ট্যান্ড, আটলংকাসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও সেবীদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাকুসহ ৩ যুবক আটক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাবেক কাউন্সিলরসহ আটক ৩
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ