যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু ও মিজানুর রহমান মিল্টন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদে যুক্ত হলেন
যুক্তরাষ্ট্র বিএনপির তিন নেতাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ প্রাপ্তরা হলেন
ডিজিটাল নিরাপত্তা আইনে দৈনিক ইনকিলাবের সম্পাদক ও রিপোরটারের বিরুদ্ধে ডিজিটাল নিরপত্তা আইনে দায়ের করা মামলার নিন্দা জানিয়েছেন ইউএস বাংলা অনলাইন প্রেস ক্লাবের নেতৃবৃনদ । সোমবার এক বিবৃতিতে ইউএস বাংলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মাহফুজ আদনান ও সাধারন সম্পাদক আবু সাদেক রনিসহ সংগঠনের নেতৃনদ এক বিবৃতির মাধ্যমে এ নিন্দা জানান ও মামলা প্রত্যাহারের দাবি করেন । নেতৃবৃন্দ বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে ইনকিলাব সম্পাদক ও রিপোর্টারের বিরুদ্ধে মামলা সাংবাদিক সমাজের কাছে কখনোই গ্রহণযোগ্য নয়। এ মামলা বাক-স্বাধীনতা তথা সংবাদপত্রের স্বাধীনতার ওপর হস্তক্ষেপের শামিল।
নেতৃবৃন্দ বলেন, আমরা মনে করি এ আইনটি স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের পরিপন্থী। আমাদের এ কথা এখন যথার্থ বলে প্রমাণীত হচ্ছে। সরকার যেন তেন কারণে সাংবাদিকদের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে হয়রানি করছে। এ আইনের মাধ্যম্যে স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধ করতে চাইছে সরকার। গণমাধ্যম ও নাগরিকদের বিরুদ্ধে কথায় কথায় ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহারের নিন্দা জানিয়ে অবিলম্বে এই কানুন বাতিলের দাবি জানান নেতারা। তারা মুক্তচিন্তা, মতপ্রকাশের স্বাধীনতা ও মিডিয়ার ওপর অব্যাহত রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হতে এবং গণতন্ত্রের লড়াইকে অগ্রসর করতে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।
প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।