Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনার উৎপত্তি তদন্তে বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিম চীন যাবে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ জুলাই, ২০২০, ১২:০১ এএম

করোনা ভাইরাসের (কভিড-১৯) উৎপত্তি নিয়ে তদন্ত করতে আগামী সপ্তাহে চীনে যাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি দল। সংস্থাটির প্রধান টেড্রস আধানম ঘেব্রিয়েসুস সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন। খবরে বলা হয়, করোনার উৎপত্তি নিয়ে তদন্ত করতে বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানাতে মে মাস থেকেই চীনকে চাপ দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সোমবার সংস্থাটির প্রধান টেড্রস জানান, আগামী সপ্তাহেই সেখানে একটি দল বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া ভাইরাসটির উৎপত্তি নিয়ে তদন্ত করতে যাচ্ছে। তিনি বলেন, আমরা ভাইরাসটি সম্পর্কে সবকিছু জানতে পারলে এটি আরো ভালোভাবে মোকাবিলা করতে পারবো। করোনা মহামারিতে মহামারিতে মহানুভবতা ও সংহতির প্রসঙ্গ টেনে টেড্রস বলেন, এই মহামারি মানবিকতার সর্বোৎকৃষ্ট ও সবচেয়ে গর্হিত দিকগুলো ফুটিয়ে তুলেছে। ভাইরাসটির রাজনীতিকরণ ও ভুয়া তথ্যের ছড়াছড়ির কথাও বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। তিনি সতর্ক করে বলেন, ভাইরাসটির সবচেয়ে খারাপ অবস্থা এখনো দেখা যায়নি। টেড্রস সতর্ক করেন, মহামারিটি শেষ হওয়ার কাছাকাছি পর্যায়েও নেই। তিনি বলেন, কঠিন বাস্তবতা হচ্ছে যে, এটা শেষ হওয়ার কাছাকাছিও নেই। যদিও কিছু দেশ ইতিমধ্যে কিছু অগ্রগতি দেখিয়েছে। কিন্তু মহামারিটি এখনো গতি বাড়িয়েই চলছে। রয়টার্স, দ্য গার্ডিয়ান।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ