Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের বিচার বিভাগ নারীমুক্তির বিরোধী : বারখা দত্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২০, ৪:১৭ পিএম

ভারতের বিচারবিভাগ শাঁখা-সিঁদুর পরতে বাধ্য করছে এবং রাতে বাইরে না থাকার জন্য বলছে। ভারতের প্রখ্যাত টিভি সাংবাদিক বারখা দত্ত আজ দ্য হিন্দু অনলাইনকে এক ইন্টারভিউতে একথা বলেন। তিনি বলেন, ভারতে বিচার বিভাগ স্বাধীন এ কথাটি আমরা জানি। গর্বও করতাম একসময়। কিন্তু ধীরে ধীরে কিছু বিচারকের আচরণে মনে হচ্ছে, তারা নারীমুক্তির বিরোধী।

তিনি বলেন, আসামের গুয়াহাটি হাইকোর্টে একটি বিবাহ বিচ্ছেদের মামলার শুনানিতে বিচারপতি এক নারীর উদ্দেশে বলেন, শাঁখা-সিঁদুর পরেন না, মানে বিয়ে নামক প্রতিষ্ঠানই মানেন না! তার স্বামীর অভিযোগ, তার স্ত্রী সন্তান নিতেও চান না । এর কিছুদিনের মধ্যে বাড়ি ছেড়ে আলাদা থাকতে শুরু করেন নারী। স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তবে আদালত জানিয়ে দেয়, স্বামীর পক্ষের কারো এই ঘটনায় দোষ নেই। এরপর ওই নারী একা থাকতে শুরু করেন এবং মামলা করেন।

বারখা দত্তের মতে , শাঁখা - সিঁদুর কে পরবেন আর কে পরবেন না , সেটা একজন মানুষের ব্যক্তিগত অধিকারের পর্যায়ে পড়ে । কিছুদিন আগেও আরেক বিচারক কর্নাটক হাইকোর্টের এজলাসে দাড়িয়ে থাকা এক ধর্ষিতাকে প্রশ্ন করেছিলেন ,‘ নারী হয়েও আপনি রাত ১১টায় কেন অফি সে গিয়েছিলেন ? মদই বা পান করেছিলেন কেন ? নারীদের রাতে বাইরে থাকা যাবে না ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ