Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হংকংয়ের নিরাপত্তা আইন চীনের সংসদে পাস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২০, ৩:৪৭ পিএম

চীনের সংসদে হংকংয়ের নিরাপত্তা আইন পাস হয়েছে। যদিও এ আইনকে হংকংয়ের মানুষের নাগরিক ও রাজনৈতিক স্বাধীনতার জন্য হুমকি হিসেবে দেখছে অঞ্চলটির গণতন্ত্রপন্থীরা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ অনেক দেশই এই আইনের সমালোচনা করছে। -বিবিসি

চীন গত মাসে ঘোষণা দিয়েছিলো, তারা অতিশীঘ্রই আইনটি পাস করবে। আর এই আইনটি বিচ্ছিন্নতাবাদি, বিদ্রোহী ও সন্ত্রাসবাদ দমনে সাহায্য করবে। আজ মঙ্গলবার পা স হওয়া এ আইন নিয়ে কেউ কেউ এই আশঙ্কা প্রকাশ করেছেন , হংকংয়ের স্বায়ত্ত্বশাসন আরো বড় হুমকির মুখে পড়বে । ধারণা করা হচ্ছে ব্রিটিশ শাসন থেকে হংকংকে চীনের কাছে হস্তান্তরের ২৩তম বার্ষিকী অর্থাৎ ১ জুলাই থেকে আইনটি কার্যকর করা হবে ।

জানা যায়, ১৯৯৭ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে চীনা শাসনে অন্তর্ভুক্ত হয় হংকং। তখন থেকে হংকং ‘ এক দেশ , দুই নীতি ’ পদ্ধতির আওতায় স্বায়ত্তশাসনের মর্যাদা ভোগ করে আসছে। হংকং চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হলেও নিজস্ব বিচার বিভাগ , আইনসভা ও নিরাপত্তা বাহিনী রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ