Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সত্যিটা যেন সামনে আসে

টাইমস অব ইন্ডিয়া | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২০, ১২:০১ এএম

ভারতীয় ছোট পর্দার অভিনেত্রী হিনা খান নিজের রূপচর্চাতেই অনেকটা সময় ব্যয় করেন। আর সেটা তার ইনস্টা-ফলোয়াররা জানেন! বয়ফ্রেন্ড রকি জয়সওয়ালের সঙ্গেও দীর্ঘদিন পর দেখা হয়েছে। তবে সম্প্রতি সোনম কাপুরের ‘আই অ্যাম প্রিভিলেজড’ টুইটের প্রেক্ষিতে টিভি প্রযোজক রকির প্রতিবাদ নিয়ে হিনা মন্তব্য করতে চাইলেন না। তিনি চান, সুশান্তের মৃত্যুর তদন্তে সত্যিটা যেন দ্রুত সামনে আসে।
হিনার কথায়, তিনি লোককে বারবার সুযোগ পেতে দেখেছেন। নেপোটিজম নিয়ে নিজের অভিজ্ঞতা এভাবেই বললেন। তার নিজের জার্নি শুরু টেলিভিশন থেকে। তবে বেশ কিছুদিন হল, টেলি-দুনিয়া থেকে বিরতি নিয়েছেন ‘ইয়ে রিশতা কেয়া কহেলাতা হ্যায়’-এর অক্ষরা। ওয়েব দুনিয়ায় ‘ড্যামেজড’ ছিল তার অভিনীত প্রথম সিরিজ, আর ‘আনলক’ হতে চলেছে তার মুভি ডেবিউ।
হিনা বলেন, ক্যারিয়ারের শুরুর দিকে উৎসাহ দেওয়া হত না। ভীষণ মন খারাপ হত তখন। তবে সেই মন খারাপ কখনো হতাশা বা অবসাদের দিকে ঠেলে দেয়নি। এমন নায়িকা বারবার সুযোগ পেয়েছেন তার জায়গায়, যার যোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ