Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে কোকেন পাচার মামলায় ১০ জনের বিরুদ্ধে চার্জশিট

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২০, ১২:০২ এএম

চট্টগ্রাম বন্দর দিয়ে সূর্যমুখি তেলের আড়ালে আলোচিত ৯ হাজার কোটি টাকার তরল কোকেন পাচার মামলায় ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ পত্র দেওয়া হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-৭ চট্টগ্রামের পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী অধিকতর তদন্ত শেষে গতকাল সোমবার চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রসিকিউশন এ চার্জশিট জমা দেন।

এতে আমদানিকারক প্রতিষ্ঠান খানজাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নূর মোহাম্মদসহ ১০ জনকে অভিযুক্ত করা হয়েছে। এদের মধ্যে ৪ জন পলাতক, ১ জন জামিনে ও ৫ জন কারাগারে রয়েছেন বলে জানা গেছে।

২০১৫ সালের ৭ জুন চট্টগ্রাম বন্দরে ড্রামে ভর্তি করে আমদানী কোকেন আটক করা হয়। ঐ বছরের ২৭ জুনে বন্দর থানায় খান জাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নূর মোহাম্মদকে প্রধান আসামি করে মামলা হয়। একই বছরের ১১ নভেম্বর প্রধান আসামি নূর মোহাম্মদকে বাদ দিয়ে আটজনের বিরুদ্ধে অভিযোগ পত্র জম দেন মামলার তদন্ত কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের তৎকালীন সহকারী কমিশনার (দক্ষিণ) মো. কামরুজ্জামান। আদালত ওই চার্জশিট গ্রহণ না করে র‌্যাবকে অধিকতর তদন্তের নির্দেশ দেন।

অভিযুক্ত অন্যরা হলেন- খানজাহান আলীর মালিকানাধীন প্রাইম হ্যাচারির ব্যবস্থাপক গোলাম মোস্তফা সোহেল (৩৯), আবাসন ব্যবসায়ী মোস্তফা কামাল (৪২), সিকিউরিটিজ প্রতিষ্ঠানের কর্মকর্তা মো. মেহেদী আলম (৩১), মন্ডল গ্রুপের বাণিজ্যিক নির্বাহী মো. আতিকুর রহমান (২৯), কসকো শিপিংয়ের ম্যানেজার এ কে এম আজাদ (৪৮), সিএন্ডএফ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম (৩২), খানজাহান আলী গ্রুপের পরিচালক মোস্তাক আহাম্মদ খান (৪৫), লন্ডনে অবস্থানরত ফজলুর রহমান (৩৫) ও মো. বকুল মিয়া (৩১)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ