Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লক্ষ্মীপুরে বিয়ার ও বিদেশি মদসহ আটক ১

লক্ষীপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২০, ১২:০২ এএম

লক্ষীপুর পৌর শহরের পানির টাংক রোড এলাকার একটি বাড়িতে গতকাল সোমবার দুপুরে অভিযান চালিয়ে ৭২ পিস বিয়ার ক্যান ও ১৯ বোতল বিদেশী মদসহ মো. সোলাইমান (৩৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। আটককৃত সোলাইমান পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ দক্ষিণ বাঞ্চানগর গ্রামের শামছুল ইসলামের ছেলে।

র‌্যাব-১১ সূত্রে জানা যায়, পানির টাংক রোডস্থ আবাসিক বাড়িতে ভাড়া বাসায় বিপুল পরিমাণ মদসহ মাদকদ্রব্য আনা হয়েছে। এমন গোপন সংবাদে ওই বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এ সময় চার কাটুনে ৭২ পিস বিয়ার ক্যান ও ১৯ বোতল বিদেশী মদসহ সোলেমান নামে এক যুবককে আটক করা হয়।

এ ব্যাপারে র‌্যাব-১১ এর লক্ষীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সালেহ জানান, এ ঘটনার সাথে জড়িত অপর যুবক রকিকে আটকের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিয়ার-মদ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ