Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার স্বয়ং ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুন, ২০২০, ৭:২৪ পিএম

ইরানের কুদস বাহিনীর প্রধান মেজর জেনারেল কাশেম সোলাইমানিকে নির্মমভাবে হত্যার দায়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তারই চিরশত্রু ইরান। এই বিষয়ে ইন্টারপোলের সাহায্যও চেয়েছে ইরান।
গত জানুয়ারিতে বাগদাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ড্রোন হামলায় ইরানের জেনারেল কাসিম সোলেমানির মৃত্যু হয়। তারপর থেকেই আমেরিকার বিরুদ্ধে ইরানের ক্ষোভ তুঙ্গে। আর এবার দেশটি গ্রেফতারি পরোয়ানা জারি করলো খোদ মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে। খবর আল জাজিরার।
ইরানের সরকারি আইনজীবী আলী আকাসিমেহর জানিয়েছেন যে, ডোনাল্ড ট্রাম্পসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। গত ৩ জানুয়ারি যে ড্রোন অ্যাটাক হয়েছিল তার জেরেই এই পরোয়ানা জারি করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা ও সন্ত্রাসবাদের মামলা করেছে ইরান।
সুপ্রিম জুডিশিয়াল কর্মকর্তাদের সাথে বৈঠকের পর আল-কাসি মেহের বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাগণসহ অন্যান্য কর্মকর্তারা আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) দ্বারা অভিযুক্ত হিসেবে চিহ্নিত হয়েছে।
গত কয়েক বছর ধরে আমেরিকা ও ইরান উত্তেজনা বাড়াতে ব্যস্ত ছিল। সর্বশেষ গত ৩ জানুয়ারি মার্কিন সেনারা ক্ষেপণাস্ত্র হামলা করে ইরানের কুদস বাহিনীর প্রধান মেজর জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যা করে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির পর দেশটির সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ছিলেন মেজর জেনারেল কাসেম সোলেমানি। তিনি ছিলেন বিপ্লবী গার্ডস বাহিনীর এলিট ইউনিট কুদস ফোর্সের প্রধান। বলা হচ্ছে, দেশের বাইরে ইরানের সামরিক ও রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টায় সোলায়মানি ছিলেন মূল ব্যক্তি। সাম্প্রতিক বছরগুলোতে ইরানের বিদেশনীতি নির্ধারণেও তার ভূমিকা ছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ