মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আবারও বর্ণবাদী ভিডিওতে ‘আমেরিকা ফার্স্ট, ট্রাম্প গ্রেট’ লেখাসহ ছবি পোস্ট করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।রোববার সম্পাদিত ওই ভিডিওতে দেখা গেছে একজন শ্বেতাঙ্গ ব্যক্তি ‘আমেরিকা ফাস্ট, ট্রাম্প গ্রেটর্ ’ লেখা কার্ড দেখাচ্ছেন। এর একটু পরই ট্রাম্প এটি শেয়ার করেন টুইটারে। -রয়টার্স
রয়টার্স জানায়, ২ মিনিটের এই ভিডিওতে আন্দোলনকারীদের সঙ্গে ট্রাম্পের সমর্থকদের বর্ণবাদী তর্কে জড়াতে দেখা যায়। অবশ্য টুইটার কর্তৃপক্ষ জানান, এ ভিডিওটি প্রকাশের তিন মিনিটের মধ্যে তা ডিলিট করে দেন ট্রাম্প। টুইটার-ফেইসবুকে মানুষের ‘আগ্রহের’ কেন্দ্রে থাকা ট্রাম্প প্রায়ই ভুয়া সব পোস্ট দেন। গত কয়েক দিনে তাকে একাধিকবার ‘এডিটেড’ ভিডিও না হয় ছবি পোস্ট করতে দেখা গেছে। এবারে রিটুইট করেন স্থানীয় সময় রবিবার সকাল সাড়ে সাতটার দিকে। ভিডিওটিতে যে অঞ্চলের মানুষ আন্দোলনকারীদের প্রতিরোধ করছেন ক্যাপশনে তাদের ধন্যবাদ জানান।
আমেরিকায় জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের পর বর্ণবাদবিরোধী আন্দোলন বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে। কিন্তু ট্রাম্প সেটি পাত্তা দিচ্ছেন না । তার পোস্টে ফ্যাক্ট - চেকিং ল্যাবেল জুড়ে দেয় সামাজিক যোগাযোগমাধ্যমটি। তবে এবার আর সেই সুযোগ দেননি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।