মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তুরস্কের ইস্তাম্বুলের এক যুবক পবিত্র কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে অবমাননা করেছে। এ ঘটনার প্রতিবাদে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির জনগণ। ইস্তাম্বুলের স্কুদার এলাকায় এ ঘটনাটি ঘটেছে। -সূত্র : ইকনা
খবরে বলা হয়, ওই যুবক কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেয়। ঘটনার পরদিন সকালে শ্রমিকরা কাজ করতে যাওয়ার পথে বুঝতে পারে যে, পবিত্র কোরআনের ছেঁড়া পৃষ্ঠাগুলো ডাস্টবিনে পরে আছে। শ্রমিকরা সেখান থেকে পৃষ্ঠাগুলো সংগ্রহ করে ইসলামবিরোধী আইন রেকর্ড করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হাতে সোপর্দ করেছে। এখনও পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।
তারা পুলিশকেও এ ঘটনা জানায়। বর্তমানে পুলিশ ওই যুবককে সন্ধান করছে। তাকে গ্রেপ্তার করার জন্য সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখে তদ ন্ত করা হচ্ছে । সাইবারস্পেসে এই ঘটনার ভিডিও প্রকাশের পরে , তুরস্কের নাগরিকরা এই ধর্মবিরোধী কাজটির নিন্দা জানিয়েছে এবং সারা বিশ্বের সমস্ত মুসলমানদের অপমান করা এই অবমানকারীকে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।