বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁদপুরে নতুন করে আরো ১৪জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে চাঁদপুর সদরে ৩জন, হাজীগঞ্জে ১জন, কচুয়ায় ৫জন, শাহরাস্তিতে ৪জন এবং ফরিদগঞ্জে ১জন(মৃত) রয়েছে।
উপসর্গ নিয়ে মৃত ফরিদগঞ্জের দুলাল রাজার রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। তিনি উপজেলার কাচিয়ারা গ্রামের বাসিন্দা।
চাঁদপুর জেলায় এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৮৫৬ জন। এরমধ্যে মৃতের সংখ্যা ৫৭জন।
চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, সোমবার সকালে ৪৮টি রিপোর্ট আসে । এর মধ্যে ১৪টি পজেটিভ। বাকিগুলো নেগেটিভ।
জেলায় ৮৫৬জন করোনা আক্রান্ত রোগীর উপজেলাভিত্তিক পরিসংখ্যান হচ্ছে; চাঁদপুর সদরে ৩২১জন, মতলব দক্ষিণে ৯৫জন, শাহরাস্তিতে ৯৭জন, হাজীগঞ্জে ৮৮জন, ফরিদগঞ্জে ৮৪জন, হাইমচরে ৬৯জন, কচুয়ায় ৪০জন এবং মতলব উত্তরে ৬২জন
চাঁদপুর জেলায় করোনায় মৃত ৫৭জনের মধ্যে হাজীগঞ্জে ১৬জন, চাঁদপুর সদরে ১৫ জন, ফরিদগঞ্জে ৭জন, কচুয়ায় ৫ জন, মতলব উত্তরে ৮জন, শাহরাস্তিতে ৪জন এবং মতলব দক্ষিণে ২ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।