Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একসঙ্গে পাঁচ নাটকের কাজ শুরু করেছেন তানিয়া বৃষ্টি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুন, ২০২০, ১১:১৪ এএম

লকডাউনের অবরুদ্ধ অবস্থা থেকে বের হয়ে অভিনয় শুরু করেছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। এখন একাধারে পাঁচটি নাটকে অভিনয় করছেন। সম্প্রতি শেষ করেছেন সজীব মাহমুদের পরিচালনায় ‘ভাগের গাড়ি’ নাটকের কাজ। এতে তার বিপরীতে আছেন জোভান। এছাড়া আরো চারটি নাটকের কাজ করছেন। এগুলো হচ্ছে রাইসুল তমালের ‘কেউ নেই’, শাহ রাকিব মোহাম্মদের ‘হুগনা নিজাম’, অলোক হাসানের ‘ভাইয়া ছ্যাকা খাইতে চায়না’ ও মোরসালিন শুভ’র ‘ব্যাক টু দ্য প্যাভিলিয়ান’। এছাড়াও আরো বেশকিছু নাটকের ব্যাপারে কয়েকজন নির্মাতার সঙ্গে কথা হচ্ছে বলে জানান তানিয়া বৃষ্টি। তানিয়া বলেন, ‘একসময় পছন্দের কাজ ছিল অভিনয়। এখন অভিনয়ই আমার পেশা। করোনার কারণে মাঝে যে’কদিন অভিনয় থেকে দূরে ছিলাম ততদিন খারাপ লাগছিল। এখন বিরতির পর অভিনয়ে ফিরে বেশ ভাল লাগছে। স্বাস্থ্যবিধি মেনেই সবাই শুটিং করছেন। আমিও নিয়ম মেনেই শুটিং করছি। যেহেতু অভিনয়ই আমার পেশা, তাই শুটিংতো করতেই হবে। যত সচেতন থেকে শুটিং করা যায় ততই নিজের জন্য মঙ্গল।’ তানিয়া বৃষ্টি একটি রিয়েলিটি শো’র মধ্যদিয়ে মিডিয়ার সঙ্গে সম্পৃক্ত হন। গ্রামীণ ফোনের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার মধ্যদিয়ে তার আগমন ঘটে। তারপর একে একে নাটকে অভিনয় করতে থাকেন। সিনেমায়ও অভিনয় করেন। তার অভিনীত সিনেমাগুলো হচ্ছে ‘ঘাসফুল’,‘ দরজার ওপাশে’ ও ‘লাভার নাম্বার ওয়ান’।
ছবিঃ তানিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ