বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহীর দুইটি ল্যাবে আরও ৮১ জনের নমুনায় করোনাভাইরাস পাওয়া গেছে। রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে বর্হিবিভাগের ল্যাবে রোববার (২৮ জুন) দুই ল্যাবে ৩৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদিন রাতে ফলাফল এসেছে ৩৫৫ জনের নমুনার।
রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস ও রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ও ল্যাব ইনচার্জ প্রফেসর ডা. সাবেরা গুলনাহার জানান, দুই ল্যাবে নতুন আক্রান্তদের মধ্যে রাজশাহীর ৬৪ জন এবং পাবনার ১৭ জন। রাজশাহীর ৬৪ জনের মধ্যে মোহনপুরের ১১ জন, পবার ৭ জন, বাঘার ৬ জন, তানোরের ৫ জন ও গোদাগাড়ীর ১ জন। বাকি ৩১ জন রাজশাহী নগরীর। এ নিয়ে রাজশাহী জেলায় করোনা আক্রান্ত রোগি বেড়ে দাঁড়াল ৫৭৭ জনে। এর মধ্যে নগরীতে ৩৮৬ জন।
ডা. সাইফুল ফেরদৌস জানান, রামেক হাসপাতালের বর্হিবিভাগের করোনা ল্যাবে ১৮০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ফলাফল এসেছে ১৭২ জনের। ৮ জনের নমুনা বাতিল এবং ৪৮ জনের নমুনায় করোনা পজিটিভ এসেছে। নতুন আক্রান্তদের মধ্যে রামেক হাসপাতালের চিকিৎসক ও নার্সসহ ১১ জন স্বাস্থ্যকর্মী রয়েছে।
নতুন আক্রান্তরা হলেন, হাসপাতালের কার্ডিওলোজি বিভাগের চিকিৎসক ডা. কামরুন নাহার (২৪), চুক্ষ বিভাগের চিকিৎসক হারুন অর রশিদ (২৬), সিনিয়র স্টাফ নার্স শিরিন (৪০), নাহিদ (২৮), রেডিওলোজি বিভাগের আজাহার (৫৪), আয়েন উদ্দিন (৫০), হেমোডোয়ালোজি বিভাগের উম্মে কুলসুম (২৪), ৫৫ নম্বর ওয়ার্ডের ওহাব (৬৫), ৫ নম্বর ওয়ার্ডে কামাল উদ্দিন (৪৪), ২৯ নম্বর ওয়ার্ডের নূরুন্নবী (৫৭), নগরীর দাশপুকুর এলাকার পলাশ (২৩), আইডি হাসপাতালের ফজলে ফাত্তাহ হোসেন (৪৩), রামেক হাসপাতালের রোগী কেয়া (৩৬), মিশন হাসপাতালের ফাতেমা (৩০), রাশেল (৩৪), আইপি হাসপাতালের নাসরিন (৫৫)।
এছাড়াও নগরীর ৬ নম্বর ওয়ার্ডের শারমিন সুলাতানা (২৩), ৯ নম্বর ওয়ার্ডের সুজন আলী (২৮), ৮ নম্বর ওয়ার্ডের সাহেদ আহমেদ (৩৪), নূরবানু বেগম (৭১), ৯ নম্বর ওয়ার্ডের সবনাম সিদ্দীকা (৩৪), ৩ নম্বর ওয়ার্ডের মারুফ হোসেন (২৮), রাজশাহীর পবার হামিদ (২৮), মাহি (১১), ময়না (৪২), ,মিস্টি (৯), গোদাগাড়ীর আনু (৯), আফসার হোসেন (৩৬), ইমন (৩২), বাবর (৩৬), বাঘার আব্দুল খালেক (৫৫), কানন (২৮), সন্ধ্যা (৩৮), ভারতী (২৬), মাসুদ রানা (২১), এখলাসুর (২০), মোহনপুরের তারা (৫৫), মফুজান (৫৫), সাব্বির (৬০), নায়ারজান (৫৫), শাওন (১৫), তুহিন (১৮), জাহাঙ্গীর (৪৫), মিজান (৪০), আনারুল (৩৭), মাহাবুব (১৯) ও সেলিম (৩৭)।
ডা. সাবেরা গুলনাহার বলেন, রামেক ল্যাবে দুই শিফটে ১৮৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ফলাফল পাওয়া গেছে ১৮৫ জনের নমুনার। যার মধ্যে ৩৩ জনের নমুনায় করোনা পজেটিভ এসেছে। নতুন আক্রান্তদের মধ্যে রাজশাহীর ১৬ জন, পাবনার ১৭ জন। রাজশাহীর ১৬ জনের মধ্যে নগরীর ১১ জন ও তানোরের ৫ জন।
রাজশাহীর নতুন আক্রান্তরা হলেন, লক্ষীপুর এলাকার শামীম আক্তার (৪৫), রাজপাড়া থানা এলাকার জান্নাতুল ফেরদৌস (৮), মিনারা খাতুন (৪১), র্যাব ৫ এর সদস্য শাহাবুদ্দিন (২৮), বিমানবন্দর থানাধীন আজম আলী (৫২)।
রেজাউল ইসলাম (৩৪), মাহবুব (৪৩), সাইফুল ইসলাম (৬৩) সারোয়ার (৩৮), ফাতেমা (২৮), লুতফুর রহমান (৫৫)। এই ৬জন রাজশাহী মেডিকেল কলেজের করোনা পরীক্ষা ল্যাবে নমুনা দিয়েছিলেন পরীক্ষার জন্য। এছাড়াও তানোর উপজেলার আক্রান্তরা হলেন, শহীদুল্লাহ (৫৫), কামরুল (২৮), শিউলি (৪০), মোহেল (৩১), পুবানী (৪৫)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।