মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান কমিশন ও বেশ কয়েকটি দেশের অংশগ্রহণে করোনাভাইরাস মোকাবিলায় ৬৯০ কোটি ডলারের একটি বৈশ্বিক ফান্ড গঠন করা হয়েছে। মহামারী রোধে ভ্যাকসিন যখনই পাওয়া যাক, সবাই যেন সেটা পায় তা নিশ্চিতের ওপর জোর দিয়েছেন এ ফান্ডে অবদান রাখা বিশ্বনেতারা।
ইইউ এক্সিকিউটিভ ও অ্যাডভোকেসি গ্রুপ গ্লোবাল সিটিজেনের উদ্যোগে ভার্চুয়াল অনলাইনে সম্মেলনে ৪০টি দেশের অংশগ্রহণে এ ফান্ড গঠন করা হয়।
এ সম্মেলনের অংশ হিসেবে একটি ভার্চুয়াল কনসার্টও আয়োজন করা হয়। বিশ্বজুড়ে টেলিভিশন ও অনলাইনে স¤প্রচারিত ওই কনসার্টে অংশ নেন মইলি সাইরাস, জাস্টিন বিবার, শাকিরা, ক্লোয়ি এক্স হল ও আশারসহ খ্যাতনামা অনেক সংগীতশিল্পী। এ ফান্ডে ইউরোপিয়ান কমিশন ও ইউরোপিয়ান ইনভেস্ট ব্যাংক মিলে ৫৫০ কোটি ডলার দেবে বলে প্রতিশ্রুতি দেয়। যুক্তরাষ্ট্র দেবে ৫৪ কোটি ৫০ লাখ ডলার, কানাডা ৩০ কোটি ডলার, কাতার ১ কোটি ডলার। এসবসহ ফান্ডে অংশগ্রহণ আছে মোট ৪০টি দেশের। এ তহবিল বিশ্বজুড়ে কোভিড-১৯ টেস্ট, চিকিৎসা ও ভ্যাকসিনের জন্য ব্যয় করা হবে। সহায়তা দেয়া হবে বিশ্বের দরিদ্র এবং প্রান্তিক জনগোষ্ঠীকেও।
অবশ্য ভ্যাকসিনেই বেশি জোর দেয়া হবে জানালেন ইউরোপিয়ান কমিশন প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লায়েন। তার মতে, প্রয়োজন অনুযায়ী সবার ভ্যাকসিন পাওয়ার সুযোগ থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ‘শুধুমাত্র নিজেদের জন্য নয়, নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোও যাতে ভ্যাকসিন পায় তা উচ্চ আয়ের দেশগুলোকে বোঝানোর চেষ্টা করছি। এটি ঐক্যবদ্ধতার জন্য বড় পরীক্ষাও’। সূত্র : রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।