Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

দুই নারীর বিরুদ্ধে মামলা

পিপল ডটকম | প্রকাশের সময় : ২৮ জুন, ২০২০, ১২:০০ এএম

যৌন হয়রানির অভিযোগ করা দুই নারীর বিরুদ্ধে ২০ মিলিয়ন মার্কিন ডলারের মানহানি মামলা ঠুকেছেন পপ তারকা জাস্টিন বিবার।
এর আগে বিবারের বিরুদ্ধে মাইক্রোব্লগিং সাইট টুইটারে ড্যানিয়েল ও কাদি নামের দুই অ্যাকাউন্ট থেকে যৌন হয়রানির অভিযোগ করা হয়। তাদের দাবি তারা যথাক্রমে ২০১৪ ও ২০১৫ সালে বিবারের যৌন হয়রানির শিকার হয়েছেন।

মানহানি মামলায় বিবার দু’জনের কাছে ১০ মিলিয়ন মার্কিন ডলার করে ক্ষতিপূরণ দাবি করেছেন। এই গায়কের আইনজীবী মামলায় উল্লেখ করেছেন, বিবারের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা বাস্তবে অসম্ভব। তথ্য উপাত্তের বিবেচনায় এটাই প্রমাণ হয়। ড্যানিয়েল যে অভিযোগ তুলেছেন তা সাজানো। কারণ বিবার ওই রেস্তোরাঁয় গেলেও সেখানে অবস্থান করেননি। পাশাপাশি কাদির অভিযোগও ভুয়া।

আইনজীবীর মতে, ড্যানিয়েল দাবি করেছেন, তিনি ২০১৪ সালের ৯ মার্চ ফোর সিজন হোটেলে যৌন হয়রানির শিকার হয়েছেন। কিন্তু বিবার ২০১৪ সালের মার্চে সেখানে ছিলেন না এবং এর একাধিক সাক্ষী এবং প্রমাণ রয়েছে।
এর আগে তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে একাধিক টুইট করেন বিবার। তিনি তার পক্ষে যুক্তি দেখান ও বিভিন্ন তথ্য প্রমাণ তুলে ধরেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ