Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বছর শেষে পিএসএলের বাকি তিন ম্যাচ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুন, ২০২০, ৭:৩৪ পিএম

করোনাভাইরাসের কারণে তিন ম্যাচ হাতে রেখেই স্থগিত হয়ে যায় পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসর। টানা ৩০টি ম্যাচ মাঠে গড়ালেও করোনার প্রভাবে বাকি তিন ম্যাচ আয়োজন করা সম্ভব হয়নি। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়েছিল করোনাকালেই পিএসএলের খেলা শেষ করতে। কিন্তু তার আগেই করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়লে সম্ভব হয়নি পিএসএলের দুই সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ আয়োজন করার। গত ১৫ মার্চ গ্রুপ পর্বের শেষ ম্যাচের পরেই পিএসএল স্থগিত ঘোষণা করতে বাধ্য হয় পিসিবি। তবে বর্তমানে করোনার প্রভাব থাকলেও ক্রিকেটকে মাঠে ফেরাতে আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছে পিসিবি। যার অংশ হিসেবে ইংল্যান্ড সফরে যাচ্ছে পাকিস্তান। আজই পাকিস্তান ক্রিকেট দলের ইংল্যান্ড রওয়ানা হওয়ার কথা রয়েছে।

পিএসএলের বাকি অংশ মাঠে গড়াবে কি না তা নিয়ে প্রশ্ন ছিল ক্রিকেটপ্রেমীদের। অবশেষে পিসিবি’র সিদ্ধান্ত, চলতি বছরের শেষ দিকে পিএসএলের বাকি তিন ম্যাচ আয়োজন করবে তারা। যদিও ম্যাচ আয়োজনের দিনক্ষণ নির্ধারণ করেনি পিসিবি।

২৬ জুন পাকিস্তানে অনুষ্ঠিত হলো বোর্ড অব গভর্নরসের (বিওজি) সভা। এ সভায় বিওজি পাকিস্তানের মাটিতে পিএসএল সফলভাবে আয়োজন করার জন্য পিসিবি অভিনন্দন জানিয়েছে। এবার চার ভেন্যুতে ৩০টি ম্যাচ আয়োজন করেছে পিসিবি। যেখানে প্রায় ৫ লাখ দর্শকের সমাগম ঘটেছিল পিএসএলের ম্যাচ দেখার জন্য।

পিসিবি এক বিবৃতিতে বলে, ‘বিওজি পিসিবিকে জানিয়েছে, তারা পরিকল্পনা করছেন পিএসএলের বাকি তিন ম্যাচ এ বছরের শেষ অংশে আয়োজন করার জন্য। একই সঙ্গে আগামী বছর পেশোয়ারকে পিএসএলের পঞ্চম ভেন্যু হিসেবে যুক্ত করার জন্যও সুপারিশ করেছে তারা। ২০২১ সালের পিএসএল শুরু হওয়ার কথা আগামী ফেব্রুয়ারি মাসে এবং খেলা শেষ হবে মার্চে।’

পিসিবির ফাইনান্সিয়াল ডিপার্টমেন্ট থেকে আলাদা হয়ে পিএসএল যেন আলাদা একটি ডিপার্টমেন্ট হয়, সে ব্যাপারে অনুমোদন দিয়েছে বিওজি। পিএসএলের প্রজেক্ট নির্বাহী শোয়েব নাভেদ হবেন এই ডিপার্টমেন্টের প্রধান। পিসিবিই পরিচালনা করবে পিএসএল। এই ডিপার্টমেন্ট শুধু স্টেকহোল্ডারদের সঙ্গে পিসিবির সম্পর্কটা ধরে রাখবেন।

পিএসএলের সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা আগামী মাসের শুরুতে। সেখানেই পিএসএলের এসব বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা দিয়েছে পিসিবি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ