Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

স্মৃতিচিহ্ন ও মূর্তি ভাংচুরের প্রতিরোধে মার্কিন নির্বাহি আদেশে ট্রাম্পের স্বাক্ষর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুন, ২০২০, ৪:২৪ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ব্লাক লাইভস ম্যাটার’ আন্দোলনকারীদের হাতে বিভিন্ন স্মৃতিচিহ্ন, ভাস্কর্য, বিশিষ্ট ব্যক্তির মূর্তি ভাংচুর প্রতিরোধে কঠোর নির্বাহী আদেশ দিয়ে বলেছেন, এধরনের কর্মকাণ্ড ‘অপরাধমূলক সহিংসতা’ এবং দায়ী ব্যক্তিদের দীর্ঘমেয়াদে কারাগারে আটক থাকা উচিত।-সিএনএন

যুক্তরাষ্ট্রের এসব স্মৃতিচিহ্ন, মূর্তি বা ভাস্কর্য রক্ষায় এ কঠিন নির্বাহি আদেশ দেয়া হয়েছে বলে জানান প্রেসিডেন্ট ট্রাম্প। নির্বাহি আদেশে স্বাক্ষরের কয়েক ঘন্টা আগে ট্রাম্প যুক্তি দিয়ে বলেন, ওয়াশিংটন ডিসির লাফায়েট স্কয়ারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট এ্যান্ড্রু জ্যাকসনের মূর্তি ভাংচুরের সঙ্গে জড়িতদের অন্তত ১০ বছর সাজা হওয়া উচিত।

তবে ট্রাম্পের নির্বাহি আদেশ বাস্তবায়ন হলে এধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ ৮ বছর জেল হতে পারে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ