বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী বিভাগে গত ২৪ ঘন্টায় নতুন করে ২৪৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তবে কারো মৃত্যু খবর নেই বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। অথচ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে বোয়ালিয়া থানা এলাকার ৬০ বছরের বুলবুলি করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন গতকাল (শুক্রবার)। তার মৃত্যুর তথ্যটি জানায়নি স্বাস্থ্য বিভাগ।
এদিকে বিভাগে শনাক্ত হওয়া মোট রোগীর সংখ্যা ৪ হাজার ৮৩২জন। শনাক্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৮৯৯জন। আজ শনিবার (২৭জুন) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এই তথ্য জানিয়ে বলেন, বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৫২৯ জন। মোট সুস্থ হয়েছেন ৮৯৯জন। আর মারা গেছেন ৭০জন। গত ২৪ ঘন্টায় ৮টি জেলার মধ্যে বগুড়ায় সর্বোচ্চ ৬৭ ও জয়পুরহাটে ৬৭ জন রোগী শনাক্ত হয়েছে।
রাজশাহী বিভাগের ৫টি ল্যাবে করোনা আক্রান্তদের শনাক্তে নমুনা পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে রাজশাহী জেলায় দুইটি, বগুড়া জেলায় দুইটি ও সিরাজগঞ্জে একটি। এই ৫টি ল্যাবে বিভাগের ৮টি জেলার সন্দেহভাজন করোনা আক্রান্তদের শনাক্তে নমুনা পরীক্ষা করা হচ্ছে। পাবনার ল্যাবটি চালুর পর্যায়ে রয়েছে।
জানা গেছে, বিভাগের সর্বোচ্চ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বগুড়া জেলায়। সেখানে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬৬৯ জন। পরের অবস্থানে রয়েছে রাজশাহী জেলা। সেখানে শনাক্তের সংখ্যা ৪৭৪ জন। পাবনায় শনাক্ত হয়েছে ৪২৮ জন।
এছাড়া সিরাজগঞ্জ জেলায় ৩৬১, চাঁপাইনবাবগঞ্জে ৯৪ জন, নাটোরে ১৫৫ জন, নওগাঁয় ৩২৭ জন এবং জয়পুরহাটে ৩২৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।