Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ইউসিবি পাবলিক পার্লামেন্টের উদ্বোধীন অনুষ্ঠান

প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে দেশের তরুণ সমাজের একাংশকে বিপথগামী করা হচ্ছে। তাই ধর্মের সঠিক জ্ঞান প্রদানসহ জঙ্গিবাদ মোকাবেলায় অভিভাবকদের তাদের সন্তানদের প্রয়োজনীয় খোঁজখবর রাখতে হবে। পরিবারের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেও এই ক্ষেত্রে দায়িত্বশীল ভ‚মিকা পালন করতে হবে। এটিএন বাংলা ও ডিবেট ফর ডেমোক্রেসি’র যৌথ আয়োজিত ছায়া সংসদের আদলে ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এইসব মন্তব্য করেন। শুদ্ধ হোক সমাজ, মুক্ত হোক বিবেক এই সেøাগানে রাজধানীর এফডিসিতে আয়োজিত প্রতিযোগিতার প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, এমপি। ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান শিল্পোদ্যোক্তা এম.এ সবুর। প্রতিযোগিতায় বাছাইকৃত দেশের ১৬টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। ইউসিবি পাবলিক পার্লামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানটি আজ সকালে এটিএন বাংলায় প্রচার হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, এমপি বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসের দায়ে অভিযুক্ত সন্তানের জন্য কোন পিতাকে যেন আর জাতির কাছে ক্ষমা চাইতে না হয় সেজন্য অভিভাবকদের সচেতন থাকার আহŸান জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আজকের বিতার্কিকরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে। বিতর্কের মাধ্যমে সামাজিক সচেতনতা তৈরি হয়। এক্ষেত্রে তিনি ডিবেট ফর ডেমোক্রেসি’র ব্যবস্থাপনায় এই ধরনের বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের অব্যাহত রাখার আহŸান জানান। প্রতিযোগিতার পরিচালক ও অনুষ্ঠানের সভাপতি হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, তরুণদের সৃজনশীলতা বিকাশে যথাযথ উদ্যোগ না থাকায় তারা জঙ্গিবাদসহ নানামুখী অশুভ কাজে সম্পৃক্ত হচ্ছে। বিতর্ক চর্চার মধ্য দিয়ে তরুণদের সামাজিকীকরণ ও মুক্তবুদ্ধিচর্চায় উৎসাহিত করা সম্ভব। তিনি তরুণদের প্রতিভা বিকাশে শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম ও কর্পোরেট সংস্থাসমূহের সম্মিলিত প্রয়াসের ওপর গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন বছরব্যাপী এই বিতর্ক প্রতিযোগিতায় বিতার্কিকরা তারুণ্যের ভাবনা-সমস্যা ও সম্ভাবনা, সুশাসনের চ্যালেঞ্জ, রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা, গণতন্ত্রের ভবিষ্যৎ, জঙ্গিবাদমুক্ত সমাজ বিনির্মাণে করণীয় এবং সমসাময়িক রাজনীতি ও অর্থনীতি সংশ্লিষ্ট বিষয়ে প্রতিযোগিতায় অবতীর্ণ হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউসিবি পাবলিক পার্লামেন্টের উদ্বোধীন অনুষ্ঠান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ