বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ঘাটান্দী গ্রামে করোনা উপসর্গ নিয়ে শুসান নামে একজনরে মৃত্যু হয়েছে। জেলায় নতুন করে একজন পুলিশসহ ২০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় সর্বমোট আক্রান্ত হলো ৫২৮ জন। আক্রান্তদের মধ্যে মির্জাপুরের ১জন পুলিশ কনস্টেবলসহ ১৮জন, দেলদুয়ারে একজন এবং টাঙ্গাইল সদরে ১জন রয়েছে।
জেলায় মোট সুস্থ রোগীর সংখ্যা ১৮২ জন। মারা গেছে মোট ১১ জন। নমুনা সংগ্রহের রিপোর্ট পেন্ডিং রয়েছে ৮৮৬টি। বাড়িতে ও আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে ৩১৪ জন। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. সদর উদ্দিন জনান, হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ২১জন ভর্তি হয়। ১৬জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ৪জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।