Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনে নতুন করে সংক্রমণ, একদিনে সর্বোচ্চ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুন, ২০২০, ১২:২৬ পিএম

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের পুনরায় সংক্রমনে চীনের মূল ভূখণ্ডে গত চার দিনের মধ্যে শুক্রবার সর্বোচ্চ সংক্রমণ দেখা দিয়েছে। দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আর ২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সংখ্যা আগের দিনের তুলনায় ১১ জন বেশি এবং গত সোমবারের পর সর্বোচ্চ।

বেইজিংয়ে নতুন করে আরও ১৭ জন আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের তুলনায় ১১ জন বেশি এবং ২০ জুনের পর থেকে সর্বোচ্চ সংখ্যক।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম শনাক্ত হয় প্রাণঘাতী এই ভাইরাস। এরপর ব্যাপক আঘাত হানে চীনা মূল ভূখণ্ডে। মে মাসে স্বাভাবিক অবস্থা ফিরে আসে চীনে। গত ২৩ মে দেশটি জানায়, ওইদিন নতুন করে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। তবে জুন থেকে চীনে আবার নতুন করে করোনার সংক্রমণ শুরু হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ১১ জুন বেইজিংয়ে নতুন করে আবার করোনা রোগী শনাক্ত করা হয়। এরপর থেকে গতকাল পর্যন্ত শহরটিতে ২৯৭ জন আক্রান্ত হয়েছেন।

এ পর্যন্ত চীনা মূল ভূখণ্ডে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮৩ হাজার ৪৮৩ জন।

চীনা মূল ভূখণ্ড বলছে, নতুন করে ১২ জন উপসর্গবিহীন (এসিম্পটোমেটিক) করোনা রোগী শনাক্ত করা গেছে। অথচ পাঁচদিন আগেও তাদের মধ্যে জ্বরসহ কোনো শারীরিক লক্ষণ দেখা যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩
১৪ ফেব্রুয়ারি, ২০২৩
১১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ