বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাতক্ষীরায় ডাক্তার ও ব্যাংক কর্মকর্তাসহ নতুন করে আরো ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট ১৬১ জন করোনা আক্রান্ত হয়েছেন।
শনিবার(২৭) সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়রে (যবিপ্রবি) জিনোম সেন্টার থেকে পাওয়া নমুনা রিপোর্টে ৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিস।
নতুন শনাক্তকারীরা হলেন,শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা:হাইকুল ইসলাম (৩৩),শ্যামনগর কৃষি ব্যাংক কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন (৩০),কালিগঞ্জ উপজেলার মথুরেশপুরের গণপতিপুর গ্রামের মনজিলা বেগম (৩৬),একই গ্রামের ফাতেমা খাতুন (৩৮), নলতা গ্রামের জাহিদুর রহমান (৪৮),কৃঞ্চনগরের সোতা গ্রামের তাপস মন্ডল (৫৪),ভাড়াশিমলার নারায়নপুর গ্রামের সিরাজুল ইসলাম (৫৪), সাতক্ষীরা পৌরসভার পলাশপোল গ্রামের কাজী শরিফুল ইসলাম ও মুনজিতপুরের এস,কে জাহাজ্ঞীর আলম।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের ডা. জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, করোনা আক্রান্ত হয়ে জেলায় ১ জনের মৃত্যু হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।