মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইয়েমেনের কয়েকটি প্রদেশে ২৪ ঘণ্টায় ৩৪ বার হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন আরব জোট। দেশটির মধ্যাঞ্চলীয় আল-বাইদার প্রদেশে সবথেকে বেশি হামলা চালানো হয়। এছাড়া আরো বেশ কয়েকটি প্রদেশে হয়েছে ব্যাপক বোমা বর্ষণও। এ খবর দিয়েছে রাশিয়ান বার্তা সংস্থা স্পুটনিক।
একই সময়ে উত্তর-পূর্বাঞ্চলীয় মা'রিব প্রদেশের সারভাহ জেলায় ১০ দফা হামলা হয়েছে। এছাড়া সীমান্তবর্তী আল-জৌফ প্রদেশের আল-হাযাম জেলার লাবানাত শরণার্থী শিবির এবং 'খাব ওয়া আশশাব' জেলায় ছয় বার বোমা ফেলা হয়েছে।
রাজধানী সানার ৫০ কিলোমিটার পশ্চিমের উমরান প্রদেশেও চার দফা হামলা চালিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের জঙ্গিবিমানগুলো।
খবরে বলা হয়, একইদিনে হামলা হয়েছে মারিব প্রদেশেও। সীমান্তবর্তী আল-জৌফ প্রদেশের আল-হাযাম জেলার লাবানাত শরণার্থী শিবির ও খাব ওয়া আশশাব জেলায় ছয় বার বোমা ফেলা হয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর প্রকাশ করা হয়নি। সৌদি আরব ও তার মিত্ররা ২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে যুদ্ধ করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।