Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৩৪ বার বিমান হামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জুন, ২০২০, ৭:৫৯ পিএম

ইয়েমেনের কয়েকটি প্রদেশে ২৪ ঘণ্টায় ৩৪ বার হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন আরব জোট। দেশটির মধ্যাঞ্চলীয় আল-বাইদার প্রদেশে সবথেকে বেশি হামলা চালানো হয়। এছাড়া আরো বেশ কয়েকটি প্রদেশে হয়েছে ব্যাপক বোমা বর্ষণও। এ খবর দিয়েছে রাশিয়ান বার্তা সংস্থা স্পুটনিক।
একই সময়ে উত্তর-পূর্বাঞ্চলীয় মা'রিব প্রদেশের সারভাহ জেলায় ১০ দফা হামলা হয়েছে। এছাড়া সীমান্তবর্তী আল-জৌফ প্রদেশের আল-হাযাম জেলার লাবানাত শরণার্থী শিবির এবং 'খাব ওয়া আশশাব' জেলায় ছয় বার বোমা ফেলা হয়েছে।
রাজধানী সানার ৫০ কিলোমিটার পশ্চিমের উমরান প্রদেশেও চার দফা হামলা চালিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের জঙ্গিবিমানগুলো।
খবরে বলা হয়, একইদিনে হামলা হয়েছে মারিব প্রদেশেও। সীমান্তবর্তী আল-জৌফ প্রদেশের আল-হাযাম জেলার লাবানাত শরণার্থী শিবির ও খাব ওয়া আশশাব জেলায় ছয় বার বোমা ফেলা হয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর প্রকাশ করা হয়নি। সৌদি আরব ও তার মিত্ররা ২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে যুদ্ধ করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ