মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
একটা বা দুটো নয়, একদিনে ৪০টি তরতাজা কুকুরকে বিষ দিয়ে হত্যা করল ভারতের ওড়িষ্যায় বহ্মানন্দ মল্লিক নামের এক লোক। এমন নিষ্ঠুর ঘটনাটি ঘটেছে ভারতের ওড়িষ্যার কটকের চৌধওর থানার মহঙ্গা এলাকায়।
জানা গেছে, ওই এলাকার বহ্মানন্দ মল্লিক নামের এক ব্যক্তির পোষা ছাগলকে কামড়েছিল কুকুর। এ ঘটনার প্রতিশোধ নিতে সড়কের বেওয়ারিশ সব কুকুরকে বিষ খাইয়ে হত্যা করতে ভারত মল্লিকের জন্য পরিকল্পনা করেন তিনি। যেই ভাবা, সেই কাজ।
তাদের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য এগোতে থাকে। পরিকল্পনার অংশ হিসেবে ছোট ছোট মাংসের টুকরার সঙ্গে বিষ মিশিয়ে কুকরদের খেতে দেন দুই জন। এতে ৪০ টি কুকুর বিষক্রিয়ায় ছটফট করে মারা যায়। এ ঘটনাকে বেদনাদায়ক বলে উল্লেখ করেছেন স্থানীয়রা। এদিকে ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে। এ খবর পেয়ে অভিযুক্ত ভারত ও বহ্মানন্দ মল্লিক পালিয়ে বেড়াচ্ছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।