Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

নাসা সদরদপ্তরের নামকরণ করছে কৃষ্ণাঙ্গ নারী ইঞ্জিনিয়ারের নামে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জুন, ২০২০, ৫:০১ পিএম

নাসা এই প্রথম কৃষ্ণাঙ্গ নারী ইঞ্জিনিয়ারের নামে নিজেদের সদরদপ্তরের নামকরণ করছে।নাসার প্রশাসক জিম ব্রিডেইনস্টেইন জানিয়েছেন, ম্যারি জ্যাকসন আফ্রিকান আমেরিকানদের বাধ ভেঙে এড়িয়ে যাবার সূচনা করেছেন। শুধু কৃষ্ণাঙ্গ নয়, তিনি সব নারীর জন্যই আইডল। -বিবিসি

এক বিবৃতিতে ব্রিডে ই নস্টেইন বলেছেন , নাসার ইতিহাসে সবসময় জ্বলজ্বল করবে জ্যাকসনের নাম। তিনি তাদের একজন , যাদের কারণে মহাকাশে মার্কিনিরা পা রাখতে পেরেছিলো । ২০১৬ সালে জ্যাকসনকে নিয়ে হিডেন ফিগারস নামে একটি চলচিত্রও নির্মাণ করা হয়েছিলো। গত বছর সদরদপ্তরের সামনের রাস্তার নাম হিডেন ফিগার রোড রাখে নাসা।

ব্রেডেনস্টেইন আরও বলেন , মেরি কখনওই স্থিতাবস্তা মানেন নি। তিনি সবসময় আফ্রিকান আমেরিকান ও নারীদের সামনে থাকা বাধা দুমড়ে মুচড়ে ফেলে ছেন। আজ প্রযুক্তি জগতে নারীর যে অবস্থান , তার পেছনে মেরির বিরাট অবদান রয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ