Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফাইভ-জি নেটওয়ার্কের অবকাঠামো নির্মাণের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সিঙ্গাপুর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জুন, ২০২০, ৩:৪৪ পিএম

ফাইভ-জি নেটওয়ার্কের অবকাঠামো নির্মাণের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সিঙ্গাপুর। গত বুধবার সিঙ্গাপুরের ইনফোকম মিডিয়ার উন্নয়ন বিভাগ জানিয়েছে, ফাইভ-জি নেটওয়ার্ক অপরেটরের কার্যক্রম গোপনে ও নিরবে চলছে। -সিনহুয়া

সিঙ্গাপুরে ফাইভ-জি নেটওয়ার্ক নির্মাণের জন্যে সিংটেল, স্টার হাব ও এম ওয়ানকে বরাদ্দ দেয়া হয়েছে ১০০ এম হার্জ মিলিমিটার ফ্রিকোয়েন্সি সেখানে সিংটেল ও জেভিকোকে দেয়া হবে ৩.৫ জি হার্জ এবং ১০০ এম হার্জ ফ্রিকোয়েন্সি।

দেশটির তথ্য ও যোগাযোগ মন্ত্রী এম ইসওয়ারান বলেন, ফাইভ-জি প্রকল্প সিঙ্গাপুরের অর্থনৈতিক উন্নয়নের মেরুদন্ড হিসাবে কাজ করবে। ২০২৫ সালের মধ্যে এ সেবা পৌঁছে যাবে দেশের জনগণের কাছে।

তিনি বলেন, কোভিড পরিস্থিতি কাটিয়ে উঠতে ও প্রতিযোগিতাপূর্ণ অর্থনৈতিক বাজার ফাইভ-জি ব্যাপক ভূমিকা পালন করবে বলে আমি মনে করি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ