বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শাজাহান আলী নামে এক ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে ঢাকা সিএমএইচ-এ মৃত্যু হলে তাকে কুষ্টিয়ার দৌলতপুরে দাফন করা হয়েছে। দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর আলীর নেতৃত্বে ও সার্বিক তত্বাবধানে মৃত শাজাহান আলীর দাফন সম্পন্ন করা হয়। অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার শাজাহান আলী অসুস্থ অবস্থায় ঢাকা সিএমএইচ ভর্তি হলে গতকাল বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। পরে তার মরদেহ দৌলতপুরের বাগোয়ান গ্রামে নেওয়া হলে গতকাল সন্ধ্যা ৬টার পর বাগোয়ান হিসনা কবরস্থানে করোনা স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়। মৃত শাজাহান আলী বাগোয়ান গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে। দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর আলী জানান, শাজাহান আলী ঢাকা সিএমএইচ’এ মারা গেলে করোনা স্বাস্থ্যবিধি মেনে এলাকাবাসীর সহায়তায় বাগোয়ান হিসনা কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে। উল্লেখ্য, এর আগে করোনায় আক্রান্ত হয়ে এক নারীসহ আরও ৩জন মারা গেলে তাদের দাফনও দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর আলীর নেতৃত্বে ও সার্বিক তত্বাবধানে দাফন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।