Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নকলায় হাসপাতালে ছাদের আস্তরণ ধস

শেরপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৬ জুন, ২০২০, ১২:০০ এএম

৫০ শয্যা বিশিষ্ট শেরপুরের নকলা হাসপাতালের এন.সি.ডি কর্নারের ১১৭ নাম্বার কক্ষের ছাদের আস্তরণ ধসে পড়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ছাদের আস্তরণ ধসে যাওয়ায় ঘটনায় রোগী, চিকিৎসক ও কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। রোগীসহ চিকিৎসকরা ছোটাছুটি করতে শুরু করেন। ফলে চিকিৎসক ও কর্মচারীরাসহ রোগীরা আতঙ্কিত বোধ করছেন। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। এ ঘটনার পর হাসপাতালের তত্ত্ববাবধায়ক ডা. মজিবর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডা. মজিবর বলেন, কক্ষটি ঝুঁকিপূর্ণ। হাসপাতালের রিপিয়ারিংয়ের টেন্ডার হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এই সমস্যার সমাধান করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছাদের-আস্তরণ-ধস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ