Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

মামলার রায় পিছিয়ে ১১ আগস্ট

চট্টগ্রামে কুকুর লেলিয়ে হিমাদ্রী হত্যা

প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : বহুল আলোচিত কুকুর লেলিয়ে দিয়ে কলেজ ছাত্র হিমাদ্রী মজুমদার হিমু হত্যার মামলার পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ১১ আগস্ট এই মামলার রায় ঘোষণার পরবর্তি তারিখ নির্ধারণ করা হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) রায় ঘোষণার কথা থাকলেও চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ নুরুল ইসলাম ছুটিতে থাকায় তা হয়নি। ওই আদালতের দায়িত্বে থাকা চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদাউস চৌধুরী নতুন দিন ঠিক করেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অনুপম চক্রবর্ত্তী জানিয়েছেন। ‘জরুরি পারিবারিক প্রয়োজনে’ বিচারক নুরুল ইসলামের ছুটিতে যাওয়ার কথা বুধবারই জানিয়েছিলেন আইনজীবী অনুপম চক্রবর্ত্তী। তিনি রোববার পর্যন্ত ছুটিতে থাকবেন। রায় পিছিয়ে যাওয়ার প্রতিক্রিয়ায় হিমুর বাবা প্রবীর মজুমদার সাংবাদিকদের বলেন, আদালত পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। সেই পর্যন্ত অধীর আগ্রহে অপেক্ষায় থাকব। আশা করি ছেলে হত্যার ন্যায় বিচার পাব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মামলার রায় পিছিয়ে ১১ আগস্ট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ