পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনা আক্রান্তদের চিকিৎসায় সুফল মিলবে এমন কোনো ওষুধের খবর পেলেই তা কিনে রাখছে সাধারণ মানুষ। এমন কিছু কিছু ওষুধের সরবরাহে টান পড়ছে বলেও জানা গেছে। ফলে সেগুলোর দাম কিছুটা বেড়েছে, যদিও ওষুধ প্রশাসন অধিদফতর জানিয়েছে গত দুই মাসে কোনও ওষুধের দাম বাড়ানো হয়নি।
বিশ্বজুড়ে করোনাভাইরাস প্রতিরোধী টিকা আবিস্কারের চেষ্টার পাশাপাশি চলছে এতে আক্রান্তদের চিকিৎসায় নানা ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল। এর কোনো কোনোটি সুফল দিচ্ছে বলে খবর বের হলেই দেশের বাজারে বেড়ে যাচ্ছে ওই গ্রæপের ওষুধের দাম। কোনো কোনোটির সরবরাহে টান পড়ছে।
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির এক পরিচালক বলছেন, চিকিৎসকের পরামর্শ ছাড়াই এমন সব ওষুধ কেনা এবং মজুদ করার প্রবণতাই এর জন্য দায়ী। এছাড়া, নিত্যদিন প্রয়োজন হয় এমন সামান্য কিছু ওষুধের দাম বেড়েছে বলে জানালেন বিক্রেতারা। তবে, গত দুইমাসে এমন কোনো ওষুধের দাম বাড়ানোর অনুমতি দেয়া হয়নি বলে জানান বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তরের উপপরিচালক আইয়ুব আলী। এছাড়া, গত দুইমাসে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে অসাধু ব্যবসায়ীদের ওষুধের দাম বাড়ানোর চেষ্টা প্রতিহত করা হয়েছে বলেও জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।