Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন ভ্রমণ নির্দেশনা জারি নিউ ইয়র্কসহ তিন রাজ্যে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জুন, ২০২০, ১২:০১ এএম

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, নিউ জার্সি এবং কানেটিকাট রাজ্য একযোগে নতুন ভ্রমণ নির্দেশনা জারি করেছে, যা কার্যকর হবে দেশটির অন্য ৮ রাজ্যের যাত্রীদের ক্ষেত্রে। বিবিসির খবরে বলা হয়, কোভিড-১৯ এর ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত এই আট রাজ্য থেকে কেউ ওই তিন রাজ্যে ঢুকলে তাকে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। উত্তর-প‚র্বাঞ্চলীয় এ তিনটি রাজ্যই একসময় করোনাভাইরাসের হটস্পট ছিল। এবার এ রাজ্যগুলোর গভর্নররা অন্য রাজ্য থেকে সেখানে ভ্রমণের ওপর এ কড়াকড়ি আরোপ করলেন। নিউ ইয়র্কের গভর্নর এন্ডু কুমো বলেছেন, তিনি চান না অন্য রাজ্য থেকে কেউ সেখানে কোভিড-১৯ নিয়ে আসুক। কারণ ভাইরাস সংক্রমণ কমিয়ে আনতে নিউ ইয়র্ককে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। আপাতত এই বিধিনিষেধ জারি হচ্ছে যুক্তরাষ্ট্রের ৯টি রাজ্য থেকে আসা যাত্রীদের ক্ষেত্রে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ