Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সূর্যের আলোতে ৯০ শতাংশ নিষ্ক্রিয় হবে করোনা : গবেষণা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জুন, ২০২০, ১২:০১ এএম


যুক্তরাষ্ট্র ও বিশ্বের বিভিন্ন শহরে গ্রীষ্মের ই সময়ে ভরদুপুরের রোদের সংস্পর্শে আসলে ১১-৩৪ মিনিটের মধ্যে করোনাভাইরাসের ৯০ শতাংশ বা তার চেয়ে বেশি নিষ্ক্রিয় হবে। চলতি মাসের শুরুর দিকে জার্নাল অব ফটোকেমিস্ট্রি অ্যান্ড ফটোবায়োলজিতে প্রকাশিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। হোসে-লুইস সাগরিপান্টি ও সি ডেভিড লাইটল এই গবেষণা চালান। বছরের বিভিন্ন সময় বিশ্বের বিভিন্ন শহরে কৃত্রিম এবং স‚র্যের বেগুণী রশ্মির তেজষ্ক্রিয়তায় করোনার নিষ্ক্রিয়তা দেখার চেষ্টা করেন এই দুই বিজ্ঞানী। তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায়, বিশ্বের বিভিন্ন জনবহুল শহরে গ্রীষ্মের সময় ‘অপেক্ষাকৃত দ্রæত’ নিষ্ক্রিয় হয় এই ভাইরাস। সেখানে দেখা যায়, করোনার প্রাদুর্ভাব, বিস্তারের হার ও স্থায়িত্বকালের সঙ্গে স‚র্যের আলোর ভ‚মিকা রয়েছে। গবেষকদের মতে, ডিসেম্বর থেকে মার্চ সময়কালে ভাইরাসটি একদিন বা তারও বেশি সময় কোনও কিছুর ওপরে বেঁচে থাকতে পারে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডবিøউএইচও সতর্ক করে দিয়ে বলেছে, স‚র্যের আলো করোনাভাইরাসকে প্রতিরোধ করতে পারে না। আনাদোলু এজেন্সি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ