Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সিটি বাইপাস নগর যোগাযোগ ব্যবস্থায় আনবে স্বস্তিদায়ক পরিবেশ : কুসিক মেয়র

প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

সাদিক মামুন, কুমিল্লা থেকে
ইতিহাস ঐতিহ্যের প্রাচীন শহর কুমিল্লা আগামী চার বছরের মধ্যে অত্যাধুনিক নগরীতে পরিণত হবে জানিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) মেয়র মনিরুল হক সাক্কু বলেছেন, মাত্র পাঁচ বছর বয়সী কুমিল্লা সিটি কর্পোরেশনে ব্যাপক উন্নয়ন হয়েছে। এখনো উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। সিটি বাইপাস নির্মাণ হলে নগর যোগাযোগ ব্যবস্থায় সৃষ্টি হবে স্বস্তিদায়ক পরিবেশ। গত সাড়ে চার বছরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন ঘিরে নগরায়ণ প্রক্রিয়ায় বাস্তবসম্মত পরিকল্পনা ও সঠিক ব্যবস্থাপনায় ইতিমধ্যে সিটি কর্পোরেশন সর্বোত্তম নাগরিক সেবার জায়গাটি গড়ে তুলতে সক্ষম হয়েছে। গত বুধবার নগর ভবনে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের কর্মসূচি পরিচিতিকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুসিক মেয়র এসব কথা বলেন। কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরবান প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন ব্র্যাকের নগর পরিকল্পনাবিদ মো. তামজিদুল ইসলাম। বক্তব্য রাখেন, কুসিকের সচিব মো. হেলাল উদ্দিন, রাজনীতিবিদ আবদুর রউফ চৌধুরী ফারুক, কুসিক কাউন্সিলরদের মধ্যে সরকার মাহমুদ জাবেদ, ইমরান বাচ্চু, মোসলেম উদ্দিন, মোশাররফ হোসেন, গোলাম কিবরিয়া, জাকির হোসেন, কাউসারা বেগম সুমি, ক্রীড়া-সাংস্কৃতিক কর্মী দেলোয়ার হোসেন জাকির ও সমাজকর্মী সালমা বেগম। মেয়র আরও বলেন, গত সাড়ে ৪ বছরে জাইকা, এমজিএসপিসহ বিভিন্ন প্রকল্পের আওতায় নগরীতে ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে। এখনো উন্নয়ন হচ্ছে। ব্র্যাকের আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম কুমিল্লা সিটির জন্য একটি নতুন ধারণা। কাউন্সিলরসহ সকলের সাথে সমন্বয় করে পাঁচ বছরমেয়াদী এ প্রোগ্রাম চালু হলে নগরীর দারিদ্র্যপীড়িত মানুষগুলো উন্নত সেবা গ্রহণ করতে পারবে। আর এ ধরনের সেবার মাধ্যমে তাদের জীবনমানও উন্নত হয়ে ওঠবে। আগামী চার বছরের মধ্যে কুমিল্লা নগরী নিরাপদ ও বসবাসযোগী আধুনিক নগরায়ণে পরিণত হবে। নগরীতে যোগাযোগের ক্ষেত্রে মানুষকে নানাভাবে যন্ত্রণা পোহাতে হয়। তারও নিরসন ঘটবে। ইতিমধ্যে আলেখারচর থেকে টিক্কাচর পর্যন্ত সিটি বাইপাসের টেন্ডার হয়েছে। কাজ শুরু হলে আলেখারচর থেকে গোমতী বাঁধের উপর নির্মিত সড়ক নগরীর টিক্কাচর পর্যন্ত গিয়ে ঠেকবে। আবার আরেকটি প্রকল্পে টিক্কাচর থেকে বিবিরবাজার পর্যন্ত একই ধরনের সড়ক নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। এটির টেন্ডারও সহসা আহ্বান করা হবে। সব মিলে আলেখারচর থেকে বিবিরবাজার পর্যন্ত সিটি বাইপাস নির্মিত হলে নগরীর গুরুত্বপূর্ণসহ সংযোগ সড়কের উপর মানুষের চলাচলের চাপ কমবে। আর তাতে করে নগর যোগাযোগ ব্যবস্থায় স্বস্তির নতুন মেরুকরণ সৃষ্টি হবে। অনুষ্ঠানে ব্র্যাকের পরিকল্পনাবিদ মো. তামজিদুল ইসলাম আরবান প্রোগ্রামের ইতিবাচক দিক তুলে ধরে বলেন, এ প্রোগ্রামের মাধ্যমে নগরীর দরিদ্র জনগোষ্ঠীর মৌলিক সেবাপ্রাপ্তির জায়গাটি নিশ্চিত হবে এবং তাদের ক্ষমতায়নের জায়গাটি সমৃদ্ধ হবে। এ প্রোগ্রাম বস্তি ও কলোনিকেন্দ্রিক হলেও নগরীর মধ্যম এবং উচ্চশ্রেণির জনগোষ্ঠীও বিভিন্নভাবে উপকারভোগী হবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিটি বাইপাস নগর যোগাযোগ ব্যবস্থায় আনবে স্বস্তিদায়ক পরিবেশ : কুসিক মেয়র
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ