Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জুন, ২০২০, ১২:০১ এএম

দ্বিতীয় দফা সতর্কতা
ব্রিটেনে দ্বিতীয় দফা করোনা ভাইরাস সংক্রমণের অত্যন্ত বাস্তব ঝুঁকির বিষয়ে সরকারকে সতর্ক করেছেন শীর্ষ স্থানীয় সার্জন, ডাক্তার, মনোবিজ্ঞানী, বিজ্ঞানী, নার্স, মেডিকেল পেশার অন্য পেশাদাররা ও বৃটেনের সেরা মেডিকেল জার্নালগুলোর সম্পাদকরা। তারা সরকারকে দ্বিতীয় দফা সংক্রমণের জন্য প্রস্তুত থাকার আহŸান জানিয়েছেন। ব্রিটেনের সব রাজনৈতিক দলের উদ্দেশে লেখা এক চিঠিতে তারা এ আহŸান জানিয়েছেন। রয়টার্স।


জনসনকে জরিমানা
পাউডারে ক্যানসারের উপাদান থাকার অভিযোগে মার্কিন বহুজাতিক কোম্পানি জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে করা একটি মামলার রায় বহাল রেখেছেন যুক্তরাষ্ট্রের উচ্চ আদালত। এর ফলে কোম্পানিটিকে ২১০ কোটি ডলার জরিমানা পরিশোধ করতে হবে। জনসন অ্যান্ড জনসনের পণ্য টেলকম পাউডারে প্রাণঘাতী ক্যানসারের উপাদান থাকায় কোম্পানিটিকে ৪৪০ কোটি ডলারের অর্থ জরিমানা করেছিল মিসৌরির একটি আদালত। এএফপি।


সেনা মোতায়েন
দুই মাসে অস্ট্রেলিয়ায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত পাওয়া গেলো। করোনাভাইরাসের সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কায় দেশের দ্বিতীয় বৃহত্তর শহর ও ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের রাজধানী মেলবোর্নে মোতায়েন করতে যাচ্ছে সেনাবাহিনী। এই অঙ্গরাজ্যে ২৪ ঘণ্টায় ৩৩ জনের করোনা পজিটিভ হয়েছে। আক্রান্তের সংখ্যা টানা ৯ দিন দুই অঙ্কে থাকলো। রাজধানী মেলবোর্নে
১ হাজারের বেশি সেনা পাঠাবে অস্ট্রেলিয়ার সেনাবাহিনী। এবিসি। সাত দিনে ৫ বার

বুধবার মাঝরাতে কেঁপে উঠলো ভারতের মিজোরাম। ফের ভ‚মিকম্প। জুনের ২১ তারিখ অর্থাৎ রোববার থেকে বৃহস্পতিবার অবধি এই নিয়ে পঞ্চমবার ভ‚মিকম্পে কেঁপে উঠল মিজোরাম। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি স‚ত্রে পাওয়া খবর অনুযায়ী, রিখটার স্কেলে ভুমিকম্পে তীব্রতা ছিল ৪.৫। রাত ১টা বেজে ১৪ মিনিটে কম্পন অনুভ‚ত হয়েছে। উৎসস্থল মিজোরাম জেলার চাম্পাই জেলা থেকে ২১ কিলোমিটার দক্ষিণে। কে২৪।


দুর্বল হয়েছে
ইহুদিবাদী ইসরাইলের প্রতি মার্কিন সরকারের অব্যাহত সমর্থনের কারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ দুর্বল এবং অকার্যকর হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদ‚ত মাজিদ তাখতে। তিনি বলেন, বিশেষ করে তেল আবিবের স¤প্রসারণকামী নীতি মোকাবেলার ক্ষেত্রে নিরাপত্তা পরিষদ অকার্যকর হয়েছে।তেলআবিব দফায় দফায় জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক প্রতিশ্রুতি ভঙ্গ করে চলেছে। ইরনা।


জাপানে ভ‚মিকম্প
জাপানের প‚র্বাঞ্চলীয় উপক‚লের কাছে বৃহস্পতিবার ভোরে এক শক্তিশালী ভ‚মিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে
এর তীব্রতা ছিল পাঁচ দশমিক নয়। তবে এতে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি। মার্কিন ভ‚তাত্তি¡ক জরিপ সংস্থা একথা জানিয়েছে। ভ‚পৃষ্ঠের ২৫.৪ কিলোমিটার গভীরে আঘাত হানা ভ‚মিকম্পটির উৎপত্তিস্থল ছিল টোকিও’র প‚র্বের চিবা অঞ্চলের হাসাকির প্রায় ৪১ কিলোমিটার দক্ষিণপ‚র্ব সমুদ্রোপক‚লের কাছে। এএফপি।


যুদ্ধাপরাধের অভিযোগ
কসোভোর প্রেসিডেন্ট হাশিম থাচি ও আরও ৯ জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে নেদারল্যান্ডসের দ্য হেগের একটি আদালত। বুধবার দ্য হেগের স্পেশাল প্রসিকিউটর’স অফিস বলেছে, থাচি ও অন্যদের বিরুদ্ধে সার্বিয়ার সঙ্গে কসোভোর স্বাধীনতা যুদ্ধে নির্মমভাবে প্রায় ১০০ জন আলবেনিয়ান, সার্ব ও রোমাদের হত্যার অভিযোগ আনা হয়েছে। এছাড়া গায়েব করে দেওয়া ও অত্যাচারের অভিযোগও আছে। আল-জাজিরা।


মার্কিন নিষেধাজ্ঞা
ইরানি জাহাজের পাঁচ ক্যাপ্টেনের বিরুদ্ধে বুধবার নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এসব জাহাজ ভেনিজুয়েলায় তেল সরবরাহ করেছিল। একই সঙ্গে ভেনিজুয়েলার বিরোধী
দলীয় নেতা জোয়ান গুয়াইডোকে সমর্থনের কথা জানিয়েছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, ওই
জাহাজে করে ১৫ লাখ
ব্যারেল পেট্রল ও সংশ্লিষ্ট
উপাদান সরবরাহ করা
হয়েছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ