Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিনাইগাতীতে নেই কোনো সরকারি স্কুল, কলেজ ও মাদরাসা

প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

এস.কে সাত্তার, ঝিনাইগাতী (শেরপুর) থেকে
অবিশ্বাস্য হলেও সত্য। ঝিনাইগাতী উপজেলায় প্রাথমিক বিদ্যালয় ব্যতীত কোনো সরকারি স্কুল-কলেজ-মাদরাসা নেই! ফলে এলাকার স্কুল-কলেজ ও মাদরাসার ছাত্রছাত্রীরা এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের ছেলেমেয়েরা মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হয়ে আসছে। প্রসঙ্গত ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত ঝিনাইগাতী উপজেলায় প্রায় ২ লাখ লোকের বাস। স্বাধীনতার পরে এখানে গড়ে উঠেছে বিএমসহ ৫টি বেসরকারি কলেজ। ২২টি উচ্চ বিদ্যালয়, ২টি নি¤œ মাধ্যমিক স্কুল ও ১৩টি মাদরাসা। কিন্তু স্বাধীনতার পর  ৪২ বছর অতিক্রান্ত হলেও এখানে নেই কোনো সরকারি মাধ্যমিক, নি¤œ মাধ্যমিক স্কুল, সরকারি কলেজ বা মাদরাসা। ফলে গারো পাহাড়ি এলাকার পিছিয়ে পড়া জনপদের শিক্ষার মান কাঙ্খিত পর্যায়ে উন্নীত করা যাচ্ছে না। আর সে কারণে প্রশাসনের অনেকেই শেরপুর জেলা সদরে বাসা ভাড়া নিয়ে বসবাস করেন ছেলেমেয়েদের উন্নত পড়ালেখার জন্য। এতে স্টেশনে না থাকার কারণে প্রশাসনিক কাজের গতি যেমন হ্রাস পাচ্ছে তেমনই জনগণের দুর্ভোগ বেড়ে যাচ্ছে। অপরদিকে গারো পাহাড়ি এই জনপদের মুসলমান-হিন্দু এবং উপজাতীয়দের প্রধান পেশা কৃষিকাজ। সেই কারণে এখানকার মানুষের জীবন-মান ও অত্যন্ত নি¤œমুখী। এলাকার সিংহভাগ মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস। আর তাই এলাকার স্বল্পআয়ের মানুষের দাবি, এখানকার স্কুল, কলেজ ও মাদ্রাসার ভালো ফলাফলের গৌরব অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে একটি করে স্কুল, কলেজ ও মাদরাসা সরকারিকরণ করে পশ্চাৎপদ এই উপজেলার সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে বাছাই করে যেসব শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণের যোগ্যতা রাখে সেগুলোকে সরকারিকরণের দাবি করছেন এলাকার সুস্থ বিবেকসম্পন্ন চিন্তাশীল মহল। এলাকার প্রবীণ লোকজন জানান, এটা আমাদের জন্য বড় দুঃখ, প্রত্যেক জাতীয় নির্বাচনের আগে স্কুল-কলেজ-মাদরাসা সরকারিকরণের মিথ্যা আশ্বাস দিয়ে ভোট নেয়ার পর আর নির্বাচিত এমপিদের মনে না থাকার কারণেই দীর্ঘ ৪২ বছরেও ঝিনাইগাতীর একটি স্কুল-কলেজ-মাদরাসাও সরকারিকরণ করা হয়নি। ফলে অবিশ্বাস্য হলেও সত্য-ঝিনাইগাতী  উপজেলায় কোনো সরকারি কলেজ, উচ্চ বিদ্যালয়, মাদরাসাই নেই। তারা আক্ষেপ করে বলেন, এর চেয়ে দুঃখের বিষয় কী হতে পারে?



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঝিনাইগাতীতে নেই কোনো সরকারি স্কুল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ