Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনার মধ্যেও ভারতীয় ফেনসিডিল ঢুকছে

মিজানুর রহমান তোতা | প্রকাশের সময় : ২৫ জুন, ২০২০, ৫:১৮ পিএম

করোনার মহাদুর্যোগেও ভারত থেকে ঢুকছে ফেনসিডিল। বিজিবির সাথে বিএসএফ এর বৈঠকে বারবার প্রতিশ্রুতি দেওয়া হয় আর ঢুকবে না ফেনসিডিল। কিন্তু তারপরেও যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়াসহ দক্ষিণ-পশ্চিম সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে ভারত থেকে সর্বনাশা ফেনসিডিল ঢুকছেই।

বিজিবি, র‌্যাব ও পুলিশসহ আইনপ্রয়োগকারী সংস্থার চেষ্টার কমতি নেই। তবুও ফেনসিডিলের ভয়াল থাবা কোনভাবেই রুখে দেয়া যাচ্ছে না। খুব কম দিনই আছে, যেদিন ভারত থেকে ফেনসিডিল ঢোকে না বা দক্ষিণ-পশ্চিমাঞ্চল সীমান্তে ফেনসিডিলসহ চোরাচালানী আটক হয় না।

সর্বশেষ ২৫জুন ভোরে যশোরের শার্শা উপজেলার পুটখালি সীমান্তে ফেনসিডিল চোরাচালানীরা বিজিবির উপর হামলা চালানোর সাহস দেখিয়েছে। বিজিবিও আত্মরক্ষার্থে গুলি চালায়। এতে আলামিন (২৮) নামে এক চোরাচালানি গুলীবিদ্ধ হয়। তাকে বিজিবির পাহারায় যশোর ২৫০বেড হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার কাছ থেকে বিজিবি ৪৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে। পুটখালী বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তে অভিযান চালালে তাদের উপর হামলা করা হয়। ওই চোরাচালানির বাড়ি বেনাপোলে। সে জামিনে বের হয়ে আবার ফেনসিডিল আনছিল। তার নামে ৪টি মাদক মামলা রয়েছে।

বিজিবি সূত্র জানায়, গোটা দক্ষিণ-পশ্চিম সীমান্তপথে ভারতীয় ফেনসিডিল যাতে না ঢুকতে পারে তার সব ধরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। তারপরেও ফাঁকফোকর দিয়ে ঢুকছে। যশোর বিজিবির কমান্ডিং অফিসার কর্ণেল সেলিম রেজা বৃহস্পতিবার প্রসঙ্গক্রমে বলেন, করোনা পরিস্থিতির মধ্যে ব্যক্তিক দুরত্ব বজায় রেখে সাবধানতা অবলম্বর করে সীমান্তে সার্বক্ষণিক পাহারা দেওয়া হচ্ছে। সীমান্তে চোরাচালান আসলে প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। তবে বর্তমানে ফেনসিডিল চোরাচালানীরা বেশ অপতৎপরতা চালাচ্ছে। এক্ষেত্রে বিজিবি, র‌্যাব, পুলিশসহ আইনপ্রয়োগকারী সংস্থা যথেষ্ট ভুমিকা রাখছে। তার কথা, ফেনসিডিলসহ মাদক বিকিকিনি বন্ধে সামাজিকভাবে প্রতিরোধ করা ছাড়া এককভাবে এটি দমন অনেকটাই ডিফিকাল্ট। বিজিবি চোরাচালানিদের পুনর্ববাসনসহ বিভিন্ন কার্যক্রম চালিয়েছে, অন্যান্য সংস্থাও করছে কিন্তু নির্মুল করা যাচ্ছে না।

র‌্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, চলতি মাসে ভারতীয় ফেনসিডিল ব্যবসায়ী অভয়নগরের বুইকারা গ্রামের রুবেল ওরফে জিএম মণিরামপুরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়। করোনা জীবাণুনাশক স্প্রে মেশিনের ড্রামের মধ্যে ২৫ বোতল ফেনসিডিল পাচারের সময় চৌগাছা পুলিশের হাতে পাচারকারী আটক হয়।

এছাড়া ডিবি পুলিশ কোতয়ালী মডেল থানার সমসপুর কানাগেট রেললাইনের পাশে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ পাচারকারী ইব্রাহিম হোসেনকে আটক করা হয়। এইভাবে প্রায়ই বিজিবি, র‌্যাব ও পুলিশসহ আইনপ্রয়োগকারী সংস্থার হাতে ভারতীয় ফেনসিডিল আটক হচ্ছে। তাতেও তাদের অপতৎপরতা থামছে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
৪ জানুয়ারি, ২০২৩
২৮ ডিসেম্বর, ২০২২
১৮ ডিসেম্বর, ২০২২
১০ ডিসেম্বর, ২০২২
১০ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ