Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভ্রাম্যমাণ আদালতে ২ জনের কারাদন্ড

প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বোয়ালখালী (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা
চট্টগ্রামের কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে দুই হাজার মিটার বেহুন্দী জাল ধ্বংস এবং ২ জেলেকে ১৫ দিন করে কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার সন্ধ্যায় বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মাহাবুবুল আলম এ আদালত পরিচালনা করেন। জানা যায়, মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫ ধারায় নির্ধারিত মাপের চেয়ে ছোট ফটকের বেহুন্দী জাল ব্যবহার সম্পূর্ণ বেআইনি। কিন্তু কর্ণফুলী নদীতে তারা বিধি ভঙ্গ করে গত বুধবারও জাল ফেলে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মাহাবুবুল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় নদীতে ফেলা প্রায় ২ হাজার মিটার বেহুন্দী জালসহ দুই জনকে আটক করা হয়। আটককৃত কধুরখীল গ্রামের হরকুমার দাশের পুত্র নির্মল দাশ (৪৫) ও হেমন্ত দাশের পুত্র  চিত্ত দাশ (৫৫)-কে ১৫ দিনের কারাদ- দেয়। এরপর অবৈধ জালগুলো আগুনে পুড়ে ধ্বংস করা হয়। এ সময় আদালতকে সহযোগীতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল আমিন ও পুলিশের এস আই আল আমিন।
 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভ্রাম্যমাণ আদালতে ২ জনের কারাদন্ড
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ