রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বোয়ালখালী (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা
চট্টগ্রামের কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে দুই হাজার মিটার বেহুন্দী জাল ধ্বংস এবং ২ জেলেকে ১৫ দিন করে কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার সন্ধ্যায় বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মাহাবুবুল আলম এ আদালত পরিচালনা করেন। জানা যায়, মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫ ধারায় নির্ধারিত মাপের চেয়ে ছোট ফটকের বেহুন্দী জাল ব্যবহার সম্পূর্ণ বেআইনি। কিন্তু কর্ণফুলী নদীতে তারা বিধি ভঙ্গ করে গত বুধবারও জাল ফেলে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মাহাবুবুল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় নদীতে ফেলা প্রায় ২ হাজার মিটার বেহুন্দী জালসহ দুই জনকে আটক করা হয়। আটককৃত কধুরখীল গ্রামের হরকুমার দাশের পুত্র নির্মল দাশ (৪৫) ও হেমন্ত দাশের পুত্র চিত্ত দাশ (৫৫)-কে ১৫ দিনের কারাদ- দেয়। এরপর অবৈধ জালগুলো আগুনে পুড়ে ধ্বংস করা হয়। এ সময় আদালতকে সহযোগীতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল আমিন ও পুলিশের এস আই আল আমিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।