রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঝিনাইদহ জেলা সংবাদদাতা
ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাটাখালী ব্রিজের কাছে একটি কচু বোঝাই ট্রাক উল্টে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। নিহতরা হলো- চুয়াডাঙ্গার জীবননগর থানার সেনেরহুদা গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে মনজিল হোসেন (৪৫), একই উপজেলার উথলী বাজার পাড়ার মেহের আলীর ছেলে লিটন (৩২), একতারপুর গ্রামের নজর আলির ছেলে মইনূদ্দিন (৫০), দামুরহুদা উপজেলার কাদিরপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে হাসেম আলী (৩৫) ও একই গ্রামের নিয়ামত আলীর ছেলে মোস্তফা (৪৫)। আহত দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের আব্দুস সাত্তারকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। বুধবার রাত ৯টার দিকে কচু বোঝাই একটি ট্রাকের (ট্রাক নং ঢাকা-ভ-১৪-২৬৬৮) সামনের চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। মহেশপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কয়েকটি ইউনিট উদ্ধার কাজ পরিচালনা করে। ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। ঝিনাইদহ দমকল বাহিনীর উপ-পরিচালক রফিকুল ইসলাম জানান, দমকল বাহিনীর সদস্যরা ট্রাকের নিচ থেকে ৫টি লাশ উদ্ধার করে কোটচাঁদপুর হাসপাতালে পাঠানো হয়। কোটচাঁদপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুস সাকিব জানান, হাসপাতালে ১ জনকে ভর্তি করা হয়েছে। ৫ জনের লাশ দমকল বাহিনীর সদস্যরা পৌঁছে দেয়। মহেশপুর থানার ওসি আমিনূল ইসলাম জানান, নিহতদের লাশ শনাক্তের পর প্রয়োজনীয় আইনি পদক্ষেপ শেষে বৃহস্পতিবার ভোরের দিকে তাদের আত্মীয়স্বজনদের নিকট বুঝিয়ে দেয়া হয়েছে।
বিয়ে না মেনে নেয়ায় কলেজ ছাত্রের আত্মহত্যা
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামে নয়ন আহম্মেদ (১৯) নামে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে। বিয়ে মেনে না নেয়ায় গতকাল বৃহস্পতিবার ঘরের সিলিং ফ্যানের সাথে নয়ন আত্মহত্যা করে। যশোরের বিসিএমই কলেজের চতুর্থ বর্ষের ছাত্র নয়ন মহেশপুরের বজরাপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। মহেশপুর থানার ওসি আমিনূল ইসলাম জানান, পারিবারিক ঝামেলার কারণে নয়ন বৃহস্পতিবার বেলা ১টার দিকে নিজ ঘরে গলায় রশি দিয়ে ঝুলে পড়ে। তিনি আরো জানান, বাড়ির লোকজন টের পেয়ে নয়নকে উদ্ধার করে দ্রুত কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে মহেশপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় প্রশাসনের পক্ষ থেকে লাশ ময়নাদতন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।