পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর মোহাম্মদপুর থেকে ইয়াবাসহ গ্রেফতার পুলিশের এসআই আতিকুল ইসলামকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ আদেশ দেন।
এর আগে গত ১৯ জুন আতিকুলকে দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন অপর একটি আদালত। গতকাল রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। পরে শুনানি শেষে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই গোলাম কিবরিয়া জানান, আতিকুলের সঙ্গে তার সহযোগী রেজাউল রবকেও কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৫ জুন গোপন সংবাদের ভিত্তিতে ১১ হাজার ইয়াবাসহ রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে আতিকুল ও তার সহযোগীকে আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। পরদিন ১৬ জুন তাদের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।