Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ছাত্রদল নেতা খুন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৫ জুন, ২০২০, ১২:০১ এএম

চট্টগ্রামে এবার মাদক ব্যবসায়ীদের হামলায় প্রাণ হারিয়েছেন এক ছাত্রদল নেতা। নগরীর আগ্রাবাদের হাজিপাড়ায় মাদকবিরোধী কর্মসূচিতে ছুরিকাঘাতে আহত মীর সাদেক অভি ওরফে অভি মীর (২৪) গতকাল বুধবার ভোরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান। পুলিশ জানায়, গত ২০ জুন হাজিপাড়ায় মাদকবিরোধী কর্মসূচি পালনকালে তাকে ছুরিকাঘাত করে মাদক ব্যবসায়ীরা।

পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ বলেন, এই ঘটনায় আগেই মামলা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে। এদিকে সোমবার রাতে জেলার সাতকানিয়ার বরদোনায় যুবলীগ কর্মী মোসাদ্দেকুলকে ছুরিকাঘাতে হত্যা করে মাদক ব্যবসায়ীরা। তিনিও ওই এলাকায় মাদকবিরোধী সামাজিক আন্দোলনের জড়িত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছাত্রদল-নেতা-খুন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ