মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন গ্লোবাল পজিশনিং সিস্টেমের (জিপিএস) বিকল্প হিসেবে নিজস্ব বেইদৌ-৩ নেভিগেশন ব্যবস্থা চালু করছে চীন। এর প্রয়োজনীয় নেটওয়ার্ক তৈরির জন্য তারা সর্বশেষ স্যাটেলাইটটি পৃথিবীর কক্ষপথে পাঠিয়েছে। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সকালে সিচুয়ানের জিচাং কেন্দ্র থেকে লং মার্চ-৩বি রকেটে করে স্যাটেলাইটটি পাঠানো হয়। এ রকম ৩৫টি স্যাটেলাইটের সমন্বয়ে গড়ে উঠেছে হাজার কোটি মার্কিন ডলারের এ চীনা নেটওয়ার্ক। এটি যুক্তরাষ্ট্রের মালিকানাধীন জিপিএসের বিকল্প হিসেবে কাজ করবে এবং বৈশ্বিক নেভিগেশন কাভারেজ দেবে বলে চীনা কর্মকর্তারা নিশ্চিত করেছেন। গত সপ্তাহেই স্যাটেলাইটটি কক্ষপথে পাঠানোর পরিকল্পনা ছিল চীনের। তবে রকেট উেক্ষপণের আগে কারিগরি ত্রæটির কারণে সেই মিশন বাতিল করে তারা। চীনের তৃতীয় প্রজন্মের ‘বেইদৌ নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম’ (বিডিএস) রাশিয়ার জিএলওএনএএসএস, ইউরোপের গ্যালিলিও সিস্টেম ও যুক্তরাষ্ট্রের জিপিএস ব্যবস্থার প্রতিদ্ব›দ্বী হিসেবে দাঁড়াবে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।