Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জুন, ২০২০, ১২:০১ এএম

মঙ্গোলিয়ায় নির্বাচন 

মঙ্গোলিয়ায় একটি নতুন পার্লামেন্টে তৈরির জন্য নির্বাচন শুরু হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর দক্ষিণ কোরিয়ার পর এই প্রথম কোনো দেশে নির্বাচন আয়োজিত হলো। তবে ভোটারদের নিরাপদে রাখতে নানা ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভোটারদের তাপমাত্রা মাপা হচ্ছে, বুথে জীবানুনাশক ছিটানো হয়েছে এবং গøাভসও দেয়া হয়েছে ভোটারদের। তবে দেশটিতে করোনার তেমন সংক্রমণ দেখা দেয়নি। বিবিসি।


জরিমানা গুনতে হবে
আইনের ঊর্ধ্বে কেউ নয়, সেকথাই এবার প্রেসিডেন্ট জাইর বোলসোনারোকে স্মরণ করিয়ে দিয়েছেন ব্রাজিলের এক বিচারক। ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়াসহ আশেপাশের ফেডারেল ডিস্ট্রিক্ট এলাকায় জনসমাগমস্থলে বোলসোনারোকে মুখে মাস্ক পরার নির্দেশ দিয়েছেন এই বিচারক। নিয়ম ভঙ্গ করলে প্রেসিডেন্টেকে জরিমানা গুনতে হবে। করোনাভাইরাস মহামারীকে গুরুত্ব না দেওয়ার জন্য ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো ব্যাপক সমালোচনার শিকার হয়েছেন। বিবিসি।


দেয়াল দিয়ে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মেক্সিকো সীমান্তে তার নতুন দেয়াল করোনাভাইরাস রুখে দেবে। মঙ্গলবার মেক্সিকো সীমান্ত পরিদর্শনের গিয়ে তিনি বলেন, এই দেয়াল অবৈধ অভিবাসী এবং করোনাভাইরাস উভয়কেই যুক্তরাষ্ট্রে প্রবেশ করা থেকে রুখে দেবে। এদিন সংক্ষিপ্ত সময়ের জন্য সীমান্তে থামেন ট্রাম্প এবং নির্মিতব্য দেয়ালের নতুন একটি সেকশন পরিদর্শন করেন। এসময় তিনি একটি কংক্রিটের কাঠামোর ওপর সিগনেচার করেন। আল-জাজিরা।


আশ্বাস ইরানের
অর্থনৈতিকভাবে বিপর্যস্ত সিরিয়ার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ইরান। দীর্ঘ যুদ্ধে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে সিরিয়া। এরমধ্যে আবার নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রও। সব মিলিয়ে খাদের কিনারায় সিরিয়ার অর্থনীতি। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ জানিয়েছেন, দামেস্কের অর্থনীতি ফিরিয়ে আনতে কাজ করে যাবে তেহরান। জারিফ সিরিয়াকে ইরানের পরম বন্ধু হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, তাদের সঙ্গে আমাদের শক্তিশালী
অর্থনৈতিক স¤পর্ক রয়েছে। মিডল ইস্ট মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ