বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনা মুক্ত হলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও বান্দরবান আসনের সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং এমপি।
তিনি আজ করোনা কে পরাজিত করে ঢাকায় মিন্টু রোডের সরকারি বাসভবনে ফিরেছেন। তিনি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন।
মন্ত্রীর করোনা নেগেটিভের বিষয়টি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা নাসির উদ্দিন ও তার ছেলে রবিন বাহাদুর নিশ্চিত করেছেন। আজ বিকেলে করোনা টেস্টের রেজাল্ট নেগেটিভ আসার ১৯ দিন পর হাসপাতাল থেকে রিলিজ পেয়ে তিনি মিন্টো রোডের সরকারি বাসভবনে উঠেছেন।
মন্ত্রীর ছেলে রবিন বাহাদুর বলেন,দেশ ও দেশের বাইরে যারা তার জন্য প্রার্থনা করেছেন মন্ত্রী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ।
উল্লেখ্য যে ,গত ৬ জুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মন্ত্রী বীর বাহাদুর কে ৭ জুন উন্নত চিকিৎসার জন্য বান্দরবান থেকে হেলিকপ্টারে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।