Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডেমোক্র্যাট পার্টির চাবিকাঠি তার হাতে, আমরা হিলারিকে জয়ী করব : ওবামা

প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন হওয়ায় অনেকটা আশ্বস্ত দেশটির বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রেসিডেন্ট ওবামা বলেন, আজ আমি যখন এই মঞ্চ ছেড়ে যাবো আমার বিশ্বাস ডেমোক্র্যাট পার্টির চাবিকাঠি একজন ভালো মানুষের হাতে থাকবে। এটি আমার বিশ্বাস। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ডেমোক্র্যাট দলের জাতীয় কনভেনশনের বক্তৃতা কালে গত বুধবার এ কথা জানান তিনি। ওবামা বলেন, ১২ বছর আগে এমনই একটি দিনে এই মঞ্চে প্রথমবারের দাঁড়িয়েছিলাম আমি। তখন আমি হয়তো কিছুটা নার্ভাস ছিলাম। তবে আজ আমি নিশ্চিন্ত। তিনি আরও বলেন, সকল বাধা অতিক্রম করার জন্য হিলারির রয়েছে সত্যিকারের পরিকল্পনা। হিলারিই একমাত্র প্রার্থী যিনি আমেরিকার পরবর্তী প্রেসিডেন্টের জন্য একমাত্র যোগ্য। এ সময় তিনি রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেন। এর আগে হিলারি রানিংমেট (ভাইস প্রেসিডেন্ট) হিসেবে বক্তব্য রাখেন ভার্জিনিয়ার সিনেটর টিম কেইন। গত মঙ্গলবার হিলারি ক্লিনটনকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে তাঁর দল ডেমোক্রেটিক পার্টি। এর ফলে দেশটির ২৪০ বছরের ইতিহাসে এই প্রথম একজন নারী কোনো প্রধান রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন। চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে লড়বেন হিলারি। বিবিসি,রয়টার্স,এপি,এএফপি ও আলজাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ